For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্ড ফ্লু নয়, রিলায়েন্স জিওর ৫জি ট্রায়ালের জন্য দেশে পাখি মরছে! জানুন আসল সত্য‌

বার্ড ফ্লু নয়, রিলায়েন্স জিওর ৫জি ট্রায়ালের জন্য দেশে পাখি মরছে! জানুন আসল সত্য‌

Google Oneindia Bengali News

দেশে কোনও একটি বড় ঘটনা ঘটলেই তা নিয়ে ভুয়ো খবর বিক্রি করার কাজ শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে করোনা ভাইরাসের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে বার্ড ফ্লু। যার জেরে বহু পাখির মৃত্যু হচ্ছে। কিন্তু সোশ্যাল মিডিয়া বলছে অন্য কথা।

বার্ড ফ্লু নয়, রিলায়েন্স জিওর ৫জি ট্রায়ালের জন্য দেশে পাখি মরছে! জানুন আসল সত্য‌


সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে যে রিলায়েন্সের জিও ৫জির টেস্ট করছে বলে ভারতে পাখির মৃত্যু হচ্ছে। হিন্দিতে পোস্ট করা এই মেসেজে বলা হয়েছে, '‌ভারতে ৫জি টেস্টের জন্য পাখিদের মৃত্যু হচ্ছে এবং বার্ড ফ্লুয়ের ওপর মিথ্যা দোষ চাপানো হচ্ছে।’‌ যদিও এটা পুরোটাই ভুয়ো দাবি, কারণ এখনও কেন্দ্র দেশে ৫জি ট্রায়ালের অনুমোদন দেয়নি। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে ৫জি ট্রায়াল খুব শীঘ্রই দেশে শুরু হবে। রিলায়েন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, 'জিও ২০২১ সালের দ্বিতীয়ার্ধে ভারতে ৫জি বিপ্লবকে নিয়ে আসবে।’‌‌

২০১৮ সালেও এ ধরনের ষড়যন্ত্রমূলক তত্ত্ব সামনে এসেছিল। যেখানে বলা হয়েছিল ৫জি সেলুলার নেটওয়ার্কের কারণে বহু পাখি মারা পড়ছে। কিন্তু সেই সময় এই দাবিও ভুয়ো ছিল।

১৪ জানুয়ারি সোনার দামে প্রবল পতন! মকর সংক্রান্তিতে কলকাতায় দর একনজরে ১৪ জানুয়ারি সোনার দামে প্রবল পতন! মকর সংক্রান্তিতে কলকাতায় দর একনজরে


Fact Check

দাবি

Reliance Jio 5G trials causing deaths of birds in India

সিদ্ধান্ত

5G trials have not begun in India

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X