ফাইজারের ভ্যাকসিন নিয়ে বিতর্ক! টিকা নেওয়ার পরেই মারা গিয়েছেন মার্কিন নার্স? জেনে নিন আসল সত্যি
বছর শেষের আগেই করোনা আতঙ্কের কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে টিকাকরণের ছাড়পত্র দিয়েছে একাধিক দেশ। তালিকায় রয়েছে ব্রিটেন, আমেরিকা, কানাডার মতো একাধিক। যদিও তাতেও মিলছে না স্বস্তি। এদিকে অন্যান্য একাধিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে পিছনে টিকাকরণের ছাড়পত্র পেয়েছে ফাইজার-বায়োএনটেক। কিন্তু সূত্রের খবর, ফাইজারের টিকা নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন মানুষ। এমনকী আমেরিকায় এই টিকা নেওয়ার পর টিফানি ডোভার নামে এক নার্সের মৃত্যুর খবরও শোনা যায়।

এই খবর চাউর হতেই তীব্র আতঙ্ক ছড়ায় বিশ্বের সমগ্র স্বাস্থ্য মহলে। অতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। এমনকী ঘটনার সত্যতা যাচাই ছাড়াই রিপোর্ট প্রকাশ করা হয় একাধিক সংবাদমাধ্যমে। সোশ্যাল মিডিয়াতেও মার্কিন প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন অনেকে। কিন্তু ঘটনার সত্যতা যাচাইয়ের পর দেখা যায় নার্সের মৃত্যুর খবরটি আদপে ভুয়ো। বর্তমানে সুস্থই আছেন ওই নার্স।
এমনকী তাঁর মৃত্যু সংবাদ শুনে কার্যত অবাকই হয়ে পড়েন টিফানি। যদিও ভ্যাকসিন নেওয়ার পর যে তাঁর শরীরে বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় সে কথা স্বীকার তিনি। তবে তা ভ্যাকসিন গ্রহণের কারণে নাকি তাঁর মানসিক ভয়ের কারণে সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেনি তিনি। তবে সামান্য কোনও আঘাত বা ব্যাথা পেলেই প্রাথমিক ভাবে তিনি জ্ঞান হারান বলেও জানিয়েছেন। এমনকী অতীতেও তাঁর এই ধরণের রেকর্ড রয়েছে। তাই এইবারও টিকাকরণের সময় তার মাথাঘোরার সমস্যা দেখা যায়। এমনকী সাময়িক ভাবে অচেতনও হয়ে পড়েছিলেন বলে জানান তিনি। তবে এখন তিনি সুস্থই রয়েছেন।

রামের দেশে রাবণের তাণ্ডব চলছে, মোদী সরকারকে ফের আক্রমণ অধীরের

Fact Check
দাবি
Nurse who fainted after taking COVID-19 vaccine has died
সিদ্ধান্ত
Tiffany is alive and doing well says the hospital