ফ্রান্সে পুলিশের হাতে নির্যাতিত মুসলিম তরুণী, হিজাব ছিঁড়ে নেওয়ার অভিযোগ! আসল সত্যতা জানুন
বিখ্যাত ম্যাগাজিন শার্লি এবদোর হাত ধরে ফের হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র প্রকাশের পর ইসলামী সন্ত্রাসের জর্জরিত ফ্রান্স। এমনকী এরমাঝে কিছুদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর ইসলামি বিছিন্নতাবাদ নিয়ে করা মন্তব্যের জেরে গোটা মুসলিম বিশ্বেরই তোপের মুখে পড়ে ফ্রান্স। এমতাবস্থায় পুলিশের হাতে এক মুসলিম মহিলার গ্রেফতারি নিয়েও নতুন করে আলোড়ন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা ইতিমধ্যেই তুমুল ভাইরালও হয়েছে একাধিক প্ল্যাটফর্মে।

ওই ভিডিওটি শেয়ার করে অনেকেই দাবি করেছে ধর্মীয় পরিচয়ের কারণেই বলপূর্বক ওই মহিলাকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। এমনকী হাতকড়া পরানোর সময় ওই তরুণীর মাথা থেকে হিজাব খুলতে রীতিমতো বাধ্য করা হয়। পরবর্তীতে রীতিমতো শারীরিক নির্যাতন করে তার হিজাবও নাকি ছিঁড়ে দেয় হয় ফ্রান্সের পুলিশ পুলিশ। আর তাতেই নতুন করে ফ্রান্স বিরোধী ক্ষোভ মাথাচাড়া দিয়েছে মুসলিম সমাজের মধ্যে। প্রশ্ন উঠেছে পশ্চিমি দুনিয়ার গণতান্ত্রিক অধিকার নিয়েও।
যদিও ওয়ানইণ্ডিয়ার তরফে গোটা ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে উঠে আসে সম্পূর্ণ ভিন্ন চিত্র। দেখা যায় ভিডিওটি আদপে ফ্রান্সেরই নয়। এটি তোলা হয়েছিল ২০১৭ সালে কানাডার কালগারিতে। আদালত নির্দেশিক কার্ফু অমান্য করাতেই সেই সময় দালিয়া কাফি নামে ওই মহিলাকে গ্রেফতার করে কানাডিয়ান পুলিশের আধিকারিক অ্যালেক্স ডান। যদিও গ্রেফতারির সময় তার ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় বর্তমানে পুলিশ বিভাগ থেকে সাময়িক ভাবে বরখাস্তও রয়েছেন তিনি। অন্তবর্তী তদন্ত শেষ হলেই পুনরায় তিনি কাজে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে।
লক্ষ্মীবারে সোনা, রুপোর দাম কোথায় গিয়ে ঠেকল! একনজরে ৫ নভেম্বর কলকাতায় সোনার দাম

Fact Check
দাবি
French police officer throws Muslim girl to the ground
সিদ্ধান্ত
This is a video from Canada and was shot three years back