For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে ভেঙে পড়েছে এম ১৭ হেলিকপ্টার? পাকিস্তানের ছড়ানো ভুয়ো খবরের আসল রহস্য জানুন

লাদাখে ভেঙে পড়েছে এম ১৭ হেলিকপ্টার? সাবধান! ভুয়ো খবর ছড়াচ্ছে পাকিস্তান

  • |
Google Oneindia Bengali News

লাদাখে চিন-ভারত সংঘাতের আবহে এবার বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ভারতকে পর্যদস্তু করতে চাইছে পাকিস্তান। ভুয়ো খবর ছড়িয়ে ভারতের সামরিক ক্ষমাত নিয়ে তোলা হচ্ছে প্রশ্ন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি এম ১৭ হেলিকপ্টারের ছবি পোস্ট ভুল তথ্য পরিবেশন করতে দেখা গেছা পাকিস্তানি সংবাদিকদের।

পাকিস্তানি সংবাদিকের হাত ধরে ভারত বিরোধী ভুয়ো খবর ?

পাকিস্তানি সংবাদিকের হাত ধরে ভারত বিরোধী ভুয়ো খবর ?

টুইটার সহ একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি যুদ্ধবিধ্বস্ত, ভগ্নপ্রায় এম ১৭ হেলকপ্টারের ছবি ব্যবহার করে বলা হয়েছে লাদাখ সংঘর্ষ স্থলেই এই অবস্থা হয়েছে ভারতের। মুবাসের লুকম্যান নামে প্রথম ছবিটি আপলোড করেন বলেও জানা যায়। পোস্ট হওয়া মাত্রই মহূর্তে ভাইরালও হয়ে যায় ছবিটি।

মূহূর্তেই ভাইরাল হয় ছবিটি

মূহূর্তেই ভাইরাল হয় ছবিটি

শুধু ছবি আপলোড না একইসাথে এই ঘটনার আরও আপডেট পেতে টুইটারে মুবাসের লুকম্যানের অ্যাকাউন্টে চোখ রাখতেও বলা হয়। প্রাথমিক ভাবে ওই টুইট পোস্টটি দেড় হাজারেরও বেশিবার রিটুইট হয়। সাড়ে ৮ হাজারের বেশি লাইক পড়ে। এমনকি প্রচুর মানুষ ছবিটি ডাউনলোড করে ঘটনার সত্যতা যাচাই না করে পুনরায় তা পোস্ট করেন।

চপার দুর্ঘটনাটি সত্যিই কি লাদাখের ?

চপার দুর্ঘটনাটি সত্যিই কি লাদাখের ?

এদিকে ছবির আসল সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায় এটি ভারতীয় বায়ুসেনার কেদারনাথ চপার দুর্ঘটনার ছবি। ২০১৮ সালের ৩রা এপ্রিল কেদারনাথে ভেঙে পড়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হেলিকপ্টারটি। সেই সময় একাধিক সংবাদ সংস্থার দ্বারা গোটা ঘটনার উপরেই একাধিক খবর প্রকাশ করায়। যেখান থেকেও আসল ঘটনার সত্যতা সম্পর্কে সহজেই অনুমান করা যায়।

ভারতের সামরিক শক্তির বহর দেখেই প্রতিহিংসা ?

ভারতের সামরিক শক্তির বহর দেখেই প্রতিহিংসা ?

ওয়াকিবহাল মহলের ধারণা, ভারতের সামরিক শক্তির কাছে কখনওই পেরে ওঠেনি পাকিস্তান, এমনকী রাফালে যুদ্ধ বিমান হাতে পাওয়ার পর ভারতের সামরিক শক্তির বহর দেখে খানিকটা হলেও ভয় পেয়েছে বেজিংও। এমতাবস্থায় ভারতে বিপাকে ফেলতে ভুয়ো খবরের আশ্রয় নিচ্ছে পাকিস্তান।

বাড়ছে আশঙ্কা! আক্রান্তের পর মৃত্যুর নিরিখেও সেপ্টেম্বরে নয়া রেকর্ড ভারতেরবাড়ছে আশঙ্কা! আক্রান্তের পর মৃত্যুর নিরিখেও সেপ্টেম্বরে নয়া রেকর্ড ভারতের

Fact Check

দাবি

India’s M 17 crashes in Ladakh

সিদ্ধান্ত

The crash took place in Kedarnath in 2018

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
m16 helicopter crashed in ladakh know the real secret behind the fake news spread in pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X