For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা নিয়ে মজা করলে শাস্তি দেবে সরকার, ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

করোনা নিয়ে মজা করলে শাস্তি দেবে সরকার, ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় রসিকতা করলে শাস্তি পেতে হবে। এমনই নির্দেশ নাকি জারি করেছে সরকার। পুরোটাই ভুয়ো খবর। এরকম কোনও নির্দেশ সরকারের তরফে জারি করা হয়নি। হোয়াটস অ্যাপে একটি মেসেজ ছড়াচ্ছে যেখানে বলা হয়েছে, করোনা ভাইরাস নিয়ে রসিকতা করা গ্রুপ অ্যাডমিনকে ২ দিনের জন্য গ্রুপ বন্ধ রাখতে বলা হয়েছিল। এবং বলা হয়েছিল গ্রুপ অ্যাডমিন ও গ্রুপের অন্য সদস্যদের বিরুদ্ধে পুলিস ৬৮, ১৪০ এবং ১৮৮ ধারায় পদক্ষেপ করতে পারে। তারপরেই এই নিয়ে সকলকে সতর্ক করতে এই মেসেজ বলে লেখা হয়েছে।

করোনা নিয়ে মজা করলে শাস্তি দেবে সরকার, ভুয়ো খবর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়

সরকারের তরফে জানানো হয়েছে এইরকম কোনও নির্দেশ বা সিদ্ধান্ত সরকার নেয়নি। করোনা ভাইরাস নিয়ে রসিকতা করলেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করার হবে পুরোটাই ভুয়ো খবর। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে। করোনা ভাইরাস নিয়ে একাধিক ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেগুলি নিয়ন্ত্রণের জন্য নজরদারি চালানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাপকে এই নিয়ে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা ভাইরাস নিয়ে গুজব রুখতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। সেই সঙ্গে দেশবাসীকে বারবার সচেতন করে বলা হয়েছে গুজবে যেন কেউ কোনও রকম কান না দেন।

English summary
Joke post in socoal media about coronavirus will be punished is fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X