For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেমডেসিভিরের চেয়ে তিনগুণ ভালো আয়ুধ অ্যাডভান্স?‌ সত্যিটা জানালো আয়ুশ মন্ত্রক

রেমডেসিভিরের চেয়ে তিনগুণ ভালো আয়ুধ অ্যাডভান্স?‌ সত্যিটা জানালো আয়ুশ মন্ত্রক

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস দেশে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভুয়ো ও বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে পড়ছে চারদিকে। সেরকমই এই সপ্তাহের গোড়ায় এক খবরে দাবি করা হয় যে আহমেদাবাদের দু’‌টি সরকারি হাসপাতালে হওয়া আয়ুধ অ্যাডভান্স ওষুধের ট্রায়াল কোভিড–১৯–এর বিরুদ্ধে কার্যকারিতা দেখিয়েছে।

রেমডেসিভিরের চেয়ে তিনগুণ ভালো আয়ুধ অ্যাডভান্স?‌ সত্যিটা জানালো আয়ুশ মন্ত্রক


এখানে এও দাবি করা হয়েছে যে আয়ুধের ইতিবাচক কার্যকারিতা মাত্র চারদিনে প্রভাব ফেলে, যে সব রোগীদের করোনার আক্রান্তের সময় এই ওষুধ দেওয়া হয়েছে, তাঁদের রোগ অনেকাংশে হ্রাস পেয়েছে। এই ওষুধের প্রথম ট্রায়াল হয়েছিল ২০২০ সালের অক্টোবরে আহমেদাবাদের সেন্ট এনএইচএল নগর মেডিক্যাল কলেজ ও এলিসব্রিজের এসভিপিআইএমএসআর হাসপাতালে। এই ওষুধের দ্বিতীয় ট্রায়াল হয় ২০২১ সালের জানুয়ারিতে আহমেদাবাদের সোলার জিএমইআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এ ধরনের খবর প্রকাশিত হয়েছিল কিছু সংবাদমাধ্যমে।

যদিও আয়ুশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। আয়ুশ মন্ত্রকের এক চিঠির ভিত্তিতে গুজরাতের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রণ প্রশাসনের যুগ্ম কমিশনার (আয়ুর্বেদ) রাজকোট ভিত্তিক একটি আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারককে শোকজ নোটিস পাঠিয়েছে। এই সংস্থা তাদের আয়ুধ অ্যাডভান্স নিয়ে বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে। এই সংস্থা দাবি করেছে যে কোভিড–১৯–এর এটি প্রথম ক্লিনিক্যালি টেস্ট করা ওষুধ এবং এটি রেমডিসিভিরের চেয়ে তিনগুণ ভালো। এর আগেও করোনা ভাইরাস, ভ্যাকসিন ও টিকাকরণ নিয়ে নানান ধরনের ভুয়ো খবরে বাজার ছেয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে তা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন জায়গায়। যদিও সরকারের পক্ষ থেকে তা শক্ত হাতে দমন করা হচ্ছে।

Fact Check

দাবি

Weekend lockdown imposed in UP

সিদ্ধান্ত

No type of lockdown has been announced in UP

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
is aayudh advance the wonder drug against covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X