For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষক আন্দোলন দমাতে ২ কোটি শিখকে মেল? দেশজোড়া বিতর্কের মাঝে মুখ খুলল আইআরসিটিসি

কৃষক আন্দোলন দমাতে ২ কোটি শিখকে মেল? দেশজোড়া বিতর্কের মাঝে মুখ খুলল আইআরসিটিসি

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে দিল্লির কৃষি আন্দোলনের তেজ। এদিকে নয়া কৃষি আইন বাতিল বিনা আন্দোলনের রাস্তা থেকে পিছু হটবেন না বলেও সাফ হুঁশিয়ারি দিয়েছেন কৃষকরা। প্রসঙ্গত উল্লেখ্য, বিক্ষোভ কর্মসূচীর শুরু থেকেই গোটা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন পাঞ্জাব শিখ সম্প্রদায়ের কৃষকরা। এমতবস্থায় শোনা যাচ্ছিল শিখদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান গাইতে শুরু করেছে দেশের অন্যতম বৃহত্তর কর্পোরেট সংস্থা আইআরসিটিসি। যা নিয়েই ক্রমেই বাড়ছিল চাপানৌতর।

৮-১২ ডিসেম্বর পর্যন্ত চলে এই ‘মেল-যজ্ঞ’

৮-১২ ডিসেম্বর পর্যন্ত চলে এই ‘মেল-যজ্ঞ’

সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শিখদের সম্পর্ক, তিনি শিখদের জন্য কী কী করছেন এসব তথ্য জানিয়ে গ্রাহকদের প্রায় ১ কোটি ৯০ লক্ষ ইমেল পাঠিয়েছিল ইন্ডিয়ান ক্যাটারিং অ্যান্ড টুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি। গত ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এই বিশালাকার মেল পাঠানো হয়েছে।

 ৪৭ পাতার বুকলেটে কী পাঠিয়েছে আইআরসিটিসি ?

৪৭ পাতার বুকলেটে কী পাঠিয়েছে আইআরসিটিসি ?

সূত্রের শিখদের উন্নতিতে মোদী কী ভাবে ১৩টি কর্মসূচীর রূপয়ান করেছেন তার বিশদ বিবরণ দিয়ে ৪৭ পাতার বুকলেট পাঠিয়েছে এই আইআরসিটিসি। বিরোধীদের অভিযোগ কৃষক আন্দোলনের মাঝে মোদী সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এই নয়া কৌশল নিয়েছে কেন্দ্র। আর সেই ক্ষেত্রে ঢাল করা হচ্ছে এই কেন্দ্রীয় সংস্থাকে। এবার এই নিয়ে মুখ খুলল খোদ আইআরসিটিসি।

 ‘জাতপাতের’ প্রসঙ্গ তুলে অহেতুক ভাবমূর্তি নষ্টের চেষ্টা ?

‘জাতপাতের’ প্রসঙ্গ তুলে অহেতুক ভাবমূর্তি নষ্টের চেষ্টা ?

আরসিটিসি-র অভিযোগ মেল বিতর্কের মাঝে যে সমস্ত তথ্য সামনে আনা আসছে তা অনেক ক্ষেত্রেই ভিত্তিহীন। এমনকী যাচাই না করে সেগুলি সামাজিক মাধ্যমে তুলে ধরাও হচ্ছে। পাশাপাশি আইআরসিটি-র এও দাবি শুধু শিখ নয়, সমস্ত সম্প্রদায়ের কাছেই মেল পাঠানো হয়েছে। তাই অহেতুক ‘জাতপাতের' প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় সংস্থার ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে এক শ্রেণির অসাধু মানুষ।

 আগেও একই রাস্তায় হেঁটে আইআরসিটিসি

আগেও একই রাস্তায় হেঁটে আইআরসিটিসি

এমনকী এর আগেও একাধিক সরকারি প্রকল্প ও সমাজকল্যান মূলক পদক্ষেপের ক্ষেত্রে এই রাস্তা অবলম্বন করা হয়েছিল বলেও দাবি করে আইআরসিটিসি। জনস্বার্থ ও জনহৈতষি ভাবনার কথা মাথায় রেখেই এই কাজগুলি করা হয়ে থাকে বলেও জানাচ্ছে আইআরসিটিসি। কিন্তু দেশজোড়া কৃষক আন্দোলনের আবহে এই মেলকে কেন্দ্রে যেভাবে আইআরসিটিসির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একাধিক দাবি করা হচ্ছে তা কার্যত ভিত্তিহীন।

বিজেপির বিজয় নিশানে রঙিন আরও এক ভোট যুদ্ধ! একুশের বাংলার নির্বাচনের আগে গোয়ার পঞ্চায়েতের ফলাফল একনজরেবিজেপির বিজয় নিশানে রঙিন আরও এক ভোট যুদ্ধ! একুশের বাংলার নির্বাচনের আগে গোয়ার পঞ্চায়েতের ফলাফল একনজরে

Fact Check

দাবি

Government reached out to Sikhs through IRCTC emails

সিদ্ধান্ত

IRCTC has reached out to all irrespective of community

রেটিং

Half True
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
IRCTC opened its mouth to send mails to the Sikh community in the wake of the peasant movement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X