For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাইডাসের প্ল্যান্টে যাওয়ার সময় সংস্থারই বিএমডব্লিউ-তে চড়েন মোদী ? আসল সত্যি জানুন

জাইডাসের প্ল্যান্টে যাওয়ার সময় সংস্থারই বিএমডব্লিউ-তে চড়েন মোদী ? আসল সত্যি জানুন

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সংস্থাগুলির করোনা ভ্যাকসিন প্রস্তুতি প্রক্রিয়া সরজমিনে খতিয়ে দেখতে গত শনিবারই একাধিক সংস্থার দফতরে হাজির হন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থার দফতর জাইডাস বায়োটেক পার্কেও যান তিনি। এদিকে সম্প্রতি দিব্য ভাষ্কর নামে একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে আহমেদাবাদ থেকে ২০ কিলোমিটার দূরে চাঙ্গোদর শিল্পাঞ্চল জাইডাস ক্যাডিলার প্ল্যান্টে যাওয়ার সময় সংস্থারই চেয়ারম্যান পঙ্কজ প্যাটেলের বিএমডব্লিউ গাড়িতে চাপেন মোদী এবং তাতেই দীর্ঘ পথ ভ্রমণ করেন।

জাইডাসের প্ল্যান্টে যাওয়ার সময় সংস্থারই বিএমডব্লিউ-তে চড়েন মোদী ? আসল সত্যি জানুন

এদিকে এই খবর সামনে আসতেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা, ও প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর আচার-আচরণ নিয়েও প্রশ্ন উঠে যায়। তীব্র শোরগোল শুরু হয় বিভিন্ন মহলে। কিন্তু বর্তমানে সরকার স্পষ্ট ভাষায় জানাচ্ছে এই দাবি সর্বৈব ভাবে মিথ্যা ও ভিত্তিহীন। পাশাপাশি যে গাড়িতে মোদীকে চড়তে দেখা যায় সেটি রয়েছে গুজরাত সরকারের মালিকানাধীনে। কোনও বেসরকারি সংস্থার এখানে কোনও ভূমিকাই নেই। সহজ কথায় মোদী জাইডাস ক্যাডিলার কোনও গাড়িতেই ওঠেননি।

প্রসঙ্গত উল্লেখ্য, জাইডাস ক্যাডিলার চেয়ারম্যান পঙ্কজ প্যাটেল জানিয়েছে আগামী মার্চের মধ্যেই তার তাদের করোনা ভ্যাকসিন চূড়ান্ত ট্রায়াল শেষের লক্ষ্যমাত্রায় এগোচ্ছেন। পাশাপাশি পরবর্তী বছরে আরও ১০ কোটি ভ্যাকসিনের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। এদিকে জাইডাস-এর তৈরি টিকার নাম দেওয়া হয়েছে 'জাইকোভ-ডি’। এদিকে আহমেদাবাদের পর ওই দিনই হায়দরাবাদের আর এক টিকা প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেক-এ যান মোদী। তারপর হায়দরাবাদের এই প্ল্যান্ট থেকে সোজা চলে যান পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ায়।

'দিল্লি চলো', এবার যোগী রাজ্যে ট্রাক্টর চালিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষুব্ধ কৃষকদের'দিল্লি চলো', এবার যোগী রাজ্যে ট্রাক্টর চালিয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষুব্ধ কৃষকদের

Fact Check

দাবি

PM Modi arrived in Zydus Cadila chairman’s car during Changodar visit

সিদ্ধান্ত

The car in which PM Modi arrived belonged to Gujarat Government

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Modi riding in the BMW of Zydus Cadila chairman while going to Ahmedabad?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X