করোনা টিকার প্রয়োগে বদলে যাচ্ছে ডিএনএ-র গঠন? অযথা আতঙ্কিত না হয়ে আসল সত্যি জেনে নিন
খুব সম্ভবত নতুন বছরের শুরুতেই সুখবর পেতে চলেছে বিশ্ববাসী। ইতিমধ্যেই করোনা টিকা প্রস্তুতির দৌড়ে অবশেষে অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছে আমেরিকা, রাশিয়া, ভারত, ইংল্যান্ড সহ একাধিক দেশের প্রায় ১০ টি সংস্থা। ওয়াকিবহাল মহলে ধারণা জানুয়ারির শুরু বা ডিসেম্বরের শেষার্ধেই বিশ্ববাজারে দেখা মিলবে করোনা টিকার। এবার এই করোনা ভ্যাকসিনকে নিয়েই চড়ছে আশঙ্কার পারদ।

সম্প্রতি একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভাইরাল মেসেজে দাবি করা হচ্ছে করোনা টিকার প্রয়োগেই মানবদেহে বদলে যাচ্ছে ডিএনএ-র গঠন। এমনকী সঠিক ডোজের তারতম্য হলে শরীরে mRNA নামে একটি নতুন মলিকিউলেরও জন্ম হচ্ছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র আশঙ্কার সঞ্চার হয়েছে জনমানসে। এমনকী মৃত্যু ভয়েরও আশঙ্কা করছেন অনেকে।
প্রবীণ বিশেষজ্ঞ-স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ ক্রিশ্চিয়েন নর্থরুপই প্রথম এই দাবি করেন বলে জানা যায়। সম্প্রতি ভ্যাকসিন সম্পর্কিত তার একটি ৩৭ মিনিটের সাক্ষাৎকার থেকেই আসল ঘটনার সূত্রপাত। বর্তমানে ওই সাক্ষাৎকার থেকে ৪ মিনিটের একটি অংশই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানেই তিনি প্রথম এই দাবি করেন। যদিও তার এই চাঞ্চল্যকর দাবির পিছনে বিশেষ কোন প্রমাণ দাখিল করতে পারেনি এই প্রবীণ চিকিৎসক। অন্যদিকে টিকা বিশেষজ্ঞরাও তাঁর এই দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন।


Fact Check
দাবি
The RNA vaccine will fundamentally change people’s DNA.
সিদ্ধান্ত
According to experts, mRNA vaccines do not alter human DNA. Thus, the claim made in the post is FALSE