For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দেবে সরকার!‌ ফের ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ালো সোশ্যাল মিডিয়ায়

পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দেবে সরকার

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ায় যাচাই না করা বহু ভুলভাল খবরই ঘুরে বেড়ায়। যার ফলে নেটিজেনরা নিজেরাই বিভ্রান্ত হন। তেমনই একটি মেসেজ হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে সেটি হল সরকার দেশের সব পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দেবেন।

পড়ুয়াদের বিনামূল্যে ট্যাবলেট দেবে সরকার!‌ ফের ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ালো সোশ্যাল মিডিয়ায়


ওই হোয়াটসঅ্যাপ মেসেজের দাবি, বহু পড়ুয়ার স্মার্টফোন বা লষাপটপ নেই যেটার মাধ্যমে তারা এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস ও পরীক্ষা দিতে পারে। তাই সরকার সকল পড়ুয়াদের জন্য বিনামূল্যে টষাবলেট দেওয়ার পরিকল্পনা করেছে। এতে পড়ুয়াদের অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষা সম্পূর্ণ করতে সুবিধা হবে। হোয়াটসঅ্যাপ মেসেজে এও দাবি করা হয়েছে যে এর জন্য পড়ুয়াদের একটি ফর্ম পূরণ করতে হবে।

এই মেসেজ ও তার দাবি একেবারেই মিথ্যা। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনও ঘোষণা করা হয়নি। সরকার বরং স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এটা কিছু শঠ মানসিকতার লোকের কাজ এবং নাগরিকদের উচিত এই জাতীয় প্রতারণামূলক ওয়েবসাইটগুলির সঙ্গে জড়িত হওয়া থেকে বিরত থাকতে। এর আগেও এ ধরনের বহু ভুয়ো মেসেজ চাউর হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে বলা হয়েছিল যে সরকার পড়ুয়াদের কলেজ ফি দিয়ে দেবে, পড়ুয়াদের স্মার্টফোন বিতরণ করবে। তবে এই সব মেসেজের কোনওটাই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।

অভিনন্দনকে বাঁচাতে রাজনৈতিক ঝুঁকি নিতেও পিছপা হয়নি মোদী সরকার! কতটা কঠিন ছিল 'সিন্ধান্ত নেওয়া'অভিনন্দনকে বাঁচাতে রাজনৈতিক ঝুঁকি নিতেও পিছপা হয়নি মোদী সরকার! কতটা কঠিন ছিল 'সিন্ধান্ত নেওয়া'

Fact Check

দাবি

Government is providing free Tablets to all students

সিদ্ধান্ত

Government is not providing free Tablets to all students

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
government provide free tablets to students fake news spread on social media
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X