বাতিল হচ্ছে পুরোনো ১০ এবং ১০০ টাকার নোট? জানুন আসল সত্যিটা
বাজারে নতুন সিরিজের ১০০ টাকার নোট আনবে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এই নতুন নোট ছাড়ার খবর প্রকাশ হতেই জল্পনা শুরু হয়, তবে কি পুরোনো ১০০ টাকার নোট বাতিল করা হবে? সূত্রের খবর, এপ্রিল মাসেই নতুন একশ টাকার নোট ছাপানো শুরু করবে। একইসঙ্গে ২০০ টাকার নোটও ছাপানো হবে। তবে পুরোনো ১০০ টাকার নোটেরও বৈঠতা বজায় থাকবে।

এর আগে নতুন ২,০০০ ও ৫০০ টাকার নোটগুলি আনার আগে পুরোনো নোট বাতিল করেছিল আরবিআই। তবে এরপর, ১০০, ৫০ এবং ২০০ টাকার নতুন নোট বাজারে চালু হয়েছিল। কিন্তু পুরোনো নোট বন্ধ করা হয়নি। তবে রিসার্ভ ব্যঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি মহেশ জানান, ১০ ও ১০০ টাকার নোট মার্চ ও এপ্রিলের মধ্যেই পুরোনো নোট বাজার থেকে তুলে নেওয়া হতে পারে। তবে এর অর্থ বাতিল করা নয়।
মহেশ জানান, ১০ টাকার কয়েন অনেক দিন ধরেই বাজারে এলেও তা নিতে চাইছেন না লেনদেনকারী। প্রচুর ব্যবসায়ী এই কয়েন নিতে অস্বীকার করে ফলে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গ্রামাঞ্চলে এই সমস্যার মাত্রা বেশি। এর ফলে নতুন ভাবে ১০ ও ১০০ টাকার নোট বাজারে এলে পুরনো নোটগুলি তুলে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

Fact Check
দাবি
Fake news buster, RBI did not say that they will cancel old 10 and 100 Rupees notes
সিদ্ধান্ত
Fake news buster, RBI did not say that they will cancel old 10 and 100 Rupees notes