For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজগার যোজনার মাধ্যমে বেকারদের চাকরির সুযোগ দিচ্ছে সরকার! আসল সত্যিটা কী

দেশে করোনার সংক্রমণ বাড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বন্যা। সেইরকমই একটি খবর হল সরকার দেশের বেকারদের চাকরির সুযোগ দিচ্ছে। হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন গ্রুপে এই খবর ভাইরাল হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনার সংক্রমণ বাড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবরের বন্যা। সেইরকমই একটি খবর হল সরকার দেশের বেকারদের চাকরির সুযোগ দিচ্ছে। হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন গ্রুপে এই খবর ভাইরাল হয়েছে।

২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত ৫৫,৩৪২ জন! বছরের শুরুতে একাধিক ভ্যাকসিন, আশা সরকারের২৪ ঘন্টায় নতুন করে করোনা সংক্রমিত ৫৫,৩৪২ জন! বছরের শুরুতে একাধিক ভ্যাকসিন, আশা সরকারের

সরকারি চাকরির ভুয়ো খবর

সরকারি চাকরির ভুয়ো খবর

ভাইরাল হওয়া খবরে বলা হয়েছে, দেশে বেকারের সংখ্যা বাড়তে থাকায়, নাগরিকরা দিনে ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত আয় করতে পারেন। বাড়ি থেকেই এই কাজ করতে পারেন। এই বার্তায় আরও বলা হয়েছে, একটি লিঙ্ক দিয়ে ক্লিক করে অনলাইনে নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে ২০ অক্টোবর।

ঘোষণা হয়নি সরকারের তরফে

ঘোষণা হয়নি সরকারের তরফে

যদিও এই ধরনের কোনও ঘোষণা করা হয়নি সরকারের তরফ থেকে। এছাড়াও যে ওয়েবসাইটের কথা বলা হয়েছে, সেটি ভুয়ো বলেই জানা গিয়েছে।

পিআইবির টুইট

পিআইবির টুইট

এব্যাপারে টুইট করা হয়েছে পিআইবির তরফে। বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে হোয়াটসঅ্যাপে বলা হচ্ছে এটা দাবি করা হচ্ছে বেকারত্ব বেড়ে যাওয়ার কারণে নবরাত্রিতে কেন্দ্রীয় সরকার বেকারদের চাকরির সুযোগ দেবে। পিআইবির তরফে জানানো হয়েছে এই দাবি ভুয়ো। কেন্দ্রীয় সরকারের তরফে এই ধরনের কোনও ঘোষণা করা হয়নি।

ডিসেম্বর ২০১৯ থেকে পিআইবির ফ্যাক্ট চেক আর্ম

ডিসেম্বর ২০১৯ থেকে পিআইবির ফ্যাক্ট চেক আর্ম

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯-এর ডিসেম্বর থেকে পিআইবি ফ্যাক্ট চেক আর্ম চালু করেছে। ইন্টারনেটে ভুয়ো খবর ছড়ানোয় বাধা দিতেই পিআইবির এই ব্যবস্থা। সরকারের প্রকল্প নিয়ে ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর বন্ধ করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। সরকারের তরফ থেকেও বারবার সতর্ক করে বলা হচ্ছে, বিশ্বাসযোগ্য সূত্রের ওপরই বিশ্বাস করতে।

Fact Check

দাবি

Govt is providing jobs to the unemployed through Rojgar Yojana

সিদ্ধান্ত

It is a false new that Govt is providing jobs to the unemployed through Rojgar Yojana

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Fact Check, Govt is providing jobs to the unemployed through Rojgar Yojana, here is the thuth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X