For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিবিরুর ধাক্কায় ধ্বংস হবে পৃথিবী! সূর্যগ্রহণের প্রাক্কালে ফের তরজা কন্সপিরেসি থিওরি নিয়ে

  • By
  • |
Google Oneindia Bengali News

প্রত্যেক সূর্যগ্রহণের সঙ্গে নানা প্রচলিত মিথ তৈরি হয়। এবারের বিশেষ সূর্যগ্রহণকে কেন্দ্র করেও এমন নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা নিয়ে আগ্রহ ক্রমশ বাড়ছে। এরকমই একটি তথ্য হল - আমাদের সৌরজগতে অবস্থিত একটি গ্রহ নিবিরুকে নিয়ে। কন্সপিরেসি থিওরির প্রবক্তারা এর আগে জানিয়েছিলেন, সৌরজগতে নিবিরু নামে একটি গ্রহ আছে। এবং তা পৃথিবীতে আছড়ে পড়লে আমাদের গ্রহ ধ্বংস হয়ে যাবে।

নিবিরুর ধাক্কা

নিবিরুর ধাক্কা

অর্থাৎ এই নিবিরু গ্রহের ধাক্কা লাগার ফলে আমাদের পৃথিবীর বিনাশ নিশ্চিত হবে। এমনটাই তথ্য উঠে এসেছিল ২০১২ সালের আগে। তাই নিয়ে সেই সময়ে প্রচুর আলোচনা-সমালোচনা হয়েছিল। এবং শেষ পর্যন্ত এই তথ্যকেই নিছক কল্পনা বলে উড়িয়ে দেওয়া হয়েছিল।

কোনও প্রমাণ নেই

কোনও প্রমাণ নেই

এ বছরের প্রথম সূর্যগ্রহণের প্রাক্কালে ফের একবার সেই কন্সপিরেসি থিওরি ভাইরাল হতে শুরু করে দিয়েছে। যে থিওরি মোতাবেক নিবিরু গ্রহটি পৃথিবীতে ধাক্কা দিলে এই গ্রহের ধ্বংস নিশ্চিত হবে। তবে এই সম্পর্কিত কোনও প্রমাণ বিজ্ঞানীদের হাতে আসেনি।

ধ্বংস হবে না পৃথিবী

ধ্বংস হবে না পৃথিবী

এর আগে এমন দাবিও ভাইরাল হয়েছিল যেখানে বলা হয় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই নিবিরু গ্রহের অস্তিত্বের কথা ভালো করেই জানে। তবে তা জনগণকে জানাচ্ছে না। যদিও এই সম্পর্কে ২০১২ সালেই স্পষ্ট জানানো হয়েছিল, এমন কোনও গ্রহ পৃথিবীর দিকে ধেয়ে আসছে না। যার ফলে আমাদের গ্রহের ধ্বংসের সম্ভাবনা রয়েছে।

English summary
Fact Check: False that Nibiru will be the reason behind Earth's destruction on 21st June 2020 Solar Eclipse or Surya Grahan Day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X