For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভ্যাকসিনের জন্য বয়স্কদের ফোন করছে ড্রাগ অথরিটি!‌ সত্যি কি সরকারের এই উদ্যোগ, জানুন সত্য

ভ্যাকসিনের জন্য বয়স্কদের ফোন করছে ড্রাগ অথরিটি!‌ সত্যি কি সরকারের এই উদ্যোগ, জানুন সত্য

Google Oneindia Bengali News

‌১৩ জানুয়ারি থেকেই সম্ভবত ভারতে কোভিড ভ্যাকসিনের ক্রিয়াকলাপ শুরু হয়ে যাবে। তবে এরই মধ্যে এই ভ্যাকসিন নিয়ে প্রতারণা করতে শুরু করে দিয়েছে বেশ কিছু অসাধু ব্যক্তি।

ভ্যাকসিনের জন্য বয়স্কদের ফোন করছে ড্রাগ অথরিটি!‌ সত্যি কি সরকারের এই উদ্যোগ, জানুন সত্য


অনেকেই, বিশেষ করে বয়স্কদের ভারতের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থার নাম করে ফোন করা হচ্ছে এবং তাঁদের জানানো হচ্ছে যে ভ্যাকসিন তাঁদের জন্য বরাদ্দ রয়েছে। এই প্রতারকরা আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং ওটিপি জিজ্ঞাসা করছে। ভ্যাকসিনের কোনও প্রোটোকল এখানে স্পষ্ট করে বলা হচ্ছে না। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এ ধরনের ঘটনা শেয়ার করে জানিয়েছেন যে তাঁরা ১২ লক্ষের মতো টাকা খুইয়েছেন। উত্তরপ্রদেশে এমনই একটি প্রতারণা ফাঁস হয়েছে। মুখ্যমন্ত্রীর অফিস থেকে এটা নিশ্চিত করে জানানো হয়েছে যে কোভিড–১৯ ভ্যাকসিনের জন্য স্বাস্থ্য বিভাগ থেকে কোনও ফোন করা হচ্ছে না। সামনের সারির কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে। সিএমও শ্রীকান্ত তিওয়ারি জানিয়েছেন যে কোনও রেজিস্ট্রেশন হচ্ছে না এই ভ্যাকসিনের জন্য।

ভ্যাকসিন রেজিস্ট্রেশনের নাম করে যে কেউ ফোন করলে তাকে ব্যক্তিগত ও ব্যাঙ্কের তথ্য দেওয়ার প্রয়োজন নেই। এ ধরনের বহু সাইবার ক্রাইম অপরাধ হচ্ছে এবং অনেক ঘটনাই কর্তৃপক্ষের নজরে আসছে। কোভিড–১৯ ভ্যাকসিন নিয়ে ইনলাইন প্রতারণাও বহু হচ্ছে। তবে এই ঘটনা বন্ধ করার জন্য কেন্দ্র প্রচার চালাচ্ছে।

প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস, অর্ধেকের বেশি বিধায়ক ছাড়তে চলেছেন দলপ্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস, অর্ধেকের বেশি বিধায়ক ছাড়তে চলেছেন দল

Fact Check

দাবি

Drug Authority of India is calling senior citizens and telling them COVID-19 vaccine allocation is ready

সিদ্ধান্ত

No such details are being sought by the authorities and these are scam calls

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X