For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনায় মৃত্যু হবে ৫০ হাজার, হু–এর এই সতর্কতা কতটা সত্যি জেনে নিন

১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনায় মৃত্যু হবে ৫০ হাজার

Google Oneindia Bengali News

একে তো ভারতে করোনার দ্বিতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে। তার ওপর প্রতিদিন ভুয়ো খবরের জেরে দেশবাসীর আতঙ্ক আরও বাড়ছে। সেরকমই এক ভুয়ো খবরের দাবি, ১৫ এপ্রিলের মধ্যে ভারতে ৫০ হাজার কোভিড–১৯ মৃত্যুর সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, যা সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে এবং মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করছে।

১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনায় মৃত্যু হবে ৫০ হাজার, হু–এর এই সতর্কতা কতটা সত্যি জেনে নিন


ভুয়ো এই পোস্ট দাবি করেছে যে হু–আইসিএমআর ভারতকে তৃতীয় কোভিড ওয়েভের জন্য সতর্ক করেছে এবং যদি তা পরীক্ষা না করা হয় তবে ভারতের করোন ভাইরাস প্রকোপের দ্বারা মোট মৃত্যুর সংখ্যা পঞ্চাশ হাজারে পৌঁছাতে পারে। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ–পূর্ব এশিয়ার আঞ্চলিক অফিস থেকে জানানো হয়েছে যে ১৫ এপ্রিলের মধ্যে ভারতে করোনায় আক্রান্ত হয়ে ৫০ হাজারের মৃত্যুর সতর্কতা হু–এর, এই খবর সবৈব মিথ্যা। হু এ ধরনের কোনও সতর্কতা জারি করেনি।

যদিও দেশে চলা দ্বিতীয় কোভিড মহামারি ওয়েভের গাণিতিক মডেল অনুসারে দেশজুড়ে বিজ্ঞানীরা মনে করছেন যে করোনা ভাইরাস এপ্রিলের মাঝামাঝি নাগাদ অসম্ভবভাবে বাড়তে পারে। তবে তা কিছুটা কমবে মে মাসের শেষের দিকে। গত বছর সুত্রা নামের এক সংস্থার অনুমান ছিল যে করোনা ভাইরাস সংক্রমণ তীব্রভাবে বাড়বে অগাস্টে এবং তা মারাত্মক হবে সেপ্টেম্বরে এবং সংক্রমণ হ্রাস পাবে ২০২১ সালে ফেব্রুয়ারিতে।

তিনদিনে এসেও দেশে করোনা সংক্রমণ নতুনভাবে সনাক্ত হয়েছে ৯০ হাজারের বেশি যা দেশজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়িয়েছে ১,২৬,৮৬,০৪৯। গত ২৪ ঘণ্টায় দেশে ৯৬,৯৮২টি করোনা কেস ধরা পড়েছে এবং ৪৪৬টি নতুন মৃত্যু নিয়ে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১,৬৫,৫৪৭–এ।

Fact Check

দাবি

WHO has warned of 50,000 #COVID19 deaths in India by 15 April1

সিদ্ধান্ত

WHO has not issued any such warning

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
did who warn india of 50000 covid 19 deaths by apr 15
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X