সরকার কি রেলকে আদানি গ্রুপের কাছে বেচে দিল, ভাইরাল হওয়া টিকিটের ছবির আসল সত্য জেনে নিন
ট্রেনের একটি টিকিট সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে লেখা আছে, রেল আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয়। ভাইরাল হওয়া পুনে রেলস্টেশনের ওই টিকিটে তারিখ, সময়, টিকিট নম্বর ও টিকিটের মূল্য ৫০ টাকা লেখা রয়েছে। টিকিটের ওপর লেখা আদানি রেল।

এই ছবি শেয়ার করার পর থেকেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা আদানি গ্রুপকে রেল বেচে দেওয়ার কারণে সরকারের সমালোচনা করতে শুরু করে দেন। এর বিপরীত চিত্র খোঁজার পরই সঠিক চিত্রটি যদিও সামনে আসে। যা ভুয়ো। একই টিকিটের ছবি এ বছরের অগাস্টে অনেকেই শেয়ার করেছিলেন এবং টিকিটের মূল্য ৫ থেকে ৫০ টাকা করে দেওয়ার জন্য সরকারের সমালোচনায় উদ্যত হয়েছিলেন নেটিজেনরা। রেলের পক্ষ থেকে অগাস্টেই বিষয়টি পরিস্কার করে দিয়ে জানানো হয়েছিল যে করোনা ভাইরাসের কারণে সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং ভিড় এড়ানোর জন্যই এই মূল্য বাড়ানো হয়েছে। রেল এও জানায় যে মহামারি শেষ হয়ে যাওয়ার পর ফের মূল্য পর্যালোচনা করা হবে।
ভারতীয় রেল বেসরকারিকরণ করার ইস্যু নিয়ে এই প্রথবার নয় যখন উদ্যোগপতি গৌতম আদানিকে নিয়ে টানা হেঁচড়া করা হয়েছে। সেপ্টেম্বরে, একই ধরনের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে ট্রেনের গায়ে আদানি লেখা রয়েছে। ওই দাবিও ভুয়ো ছিল। এর আগেও একটি ট্রেনের ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হ্য ভারত সরকার রেলকে আদানি গ্রুপের কাছে বিক্রি করে দিয়েছে। এই দাবিও আগের সব দাবিগুলির মতোই ভুয়ো।
করোনা যুদ্ধে জয়ের পথে ভারত, চলতি সপ্তাহে ছাড়পত্র পাবে অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন!


Fact Check
দাবি
Platform tickets in Pune now have Adani Railways written on it
সিদ্ধান্ত
The picture is morphed and the original picture does not have Adani Railways written on it.