For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের অস্তিত্ব নেই!‌ দাবি ব্রিটেনের এনএইচএসের, জানুন আসল সত্য

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস মহামারি নিয়ে বহু ভুয়ো ও বিভ্রান্তিমূলক পোস্ট ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যা নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশঃ। তেমনি একটি গ্রাফিক শেয়ার করা হল ফেসবুক ও ইনস্টাগ্রামে সেপ্টেম্বরে বহুবার পোস্ট করা হয়েছ। ব্রিটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ ন্যাশনাল হেল্‌থ সিস্টেম (‌এনএইচএস)‌–এর পক্ষ থেকে একটি উপদেষ্টা প্রকাশ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কোভিড–১৯–এর অস্তিত্ব নেই। যদিও এই দাবি একেবারেই ভুয়ো।

কোনও গ্রাফিক জারি করা হয়নি

কোনও গ্রাফিক জারি করা হয়নি

এনএইচএসের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এ ধরনের কোনও গ্রাফিক জারি করেনি। গ্রাফিকের তালিকাভুক্ত কাল্পনিক তথ্য ব্রিটেনের করোনা মহামারি পরিস্থিতির চিত্রের একেবারে বিপরীত।

 এই পোস্টে ৫০০ টি লাইক পড়েছে

এই পোস্টে ৫০০ টি লাইক পড়েছে

এই গ্রাফিক প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এ বছরের ১৬ সেপ্টেম্বর। এই পোস্টটিতে প্রায় ৫০০টি লাইক পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, ‘‌এখানে আপনাদের চারপাশে শেয়ার করার জন্য কিছু বাস্তব তথ্য ও পরিসংখ্যান রয়েছে।'‌ ছবির টাইটেল দেওয়া হয়েছে ‘‌করোনা ভাইরাস নিয়ে প্রশ্ন'‌। এই ছবিতে ব্রিটেনের এনএইচএসের লোগোও রয়েছে।

করোনা ভাইরাস নিয়ে প্রশ্ন

করোনা ভাইরাস নিয়ে প্রশ্ন

১৭ সেপ্টেম্বরে নেওয়া ইনস্টাগ্রাম পোস্টের স্ক্রিনশটে দেখা গিয়েছে, সেখানে বেশ কিছু করোনা ভাইরাস নিয়ে প্রশ্ন করা হয়েছে।

❑ কোভিড-১৯-এর অস্তিত্ব রয়েছে?

না, সার্স ১ ও ২ এখনও আইসোলেট হয়নি এবং বর্তমানে বেআইনি পদক্ষেপগুলি স্বাধীনতায় হস্তক্ষেপ করা।

❑ করোনা ভাইরাসের পরীক্ষা সঠিক হয়?‌

না, পিসিআর টেস্টের মাধ্যমে কোনও ভাইরাসকে সনাক্ত করা যায় না। এটা শুধুমাত্র মিথ্যা কেস ও আতঙ্কের সৃষ্টি করে।

❑ সামাজিক দুরত্ব বজায় মাস্ক ব্যবহারে কোনও বৈজ্ঞানিক কারণ রয়েছে?‌

না, এর পেছনে কোনও বৈজ্ঞানিক কারণ কাজ করে না। এটি স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ক্ষতিকর বলে প্রমাণিত। একটা জীবনও বাঁচেনি, এর রিপরীতে থাকা তত্ত্বই সত্য।

❑ ‌ভ্যাকসিন সুরক্ষিত?‌

না, ভ্যাকসিন আসা পর্যন্ত বিশ্বের ৫৬ শতাংশ জনসংখ্যার মধ্যে স্থায়ীভাবে এই গুরুতর রোগ বাসা বেঁধে ফেলেছে এবং ভ্যাকসিনও কোনও কাজে দেবে না।

করোনা ভাইরাস তথ্য পাওয়া যাবে এনএইচএস ওয়েবসাইটে

করোনা ভাইরাস তথ্য পাওয়া যাবে এনএইচএস ওয়েবসাইটে

ইনস্টাগ্রাম ও ফেসবুকেও একই ধরনের ছবি ভাইরাল হয়েছে, সঙ্গে একই ধরনের দাবি। যদিও সব দাবিগুলি ভুয়ো। এনএইচএস এ ধরনের ছবি প্রকাশ করেনি বলে জানিয়েছে। নোভেল করোনা ভাইরাস, যার জন্য কোভিড-১৯ হয়, সে সংক্রান্ত উপদেষ্টা ও তথ্য তাদের ওয়েবসাইটে দেওয়া আছে। অন্যান্য দেশের মতোই এনএইচএসও সামাজিক দুরত্ব ও মাস্ক পরার পরামর্শ দিয়েছে। ব্রিটেনে পিসিআর টেস্টের মাধ্যমেই করোনা ভাইরাস সনাক্ত করা হয়।

শ্যামপুকুরে বিজেপি নেতা খুনে মামলা দায়ের কলকাতা হাইকোর্টেশ্যামপুকুরে বিজেপি নেতা খুনে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

Fact Check

দাবি

Viral graphic about coronavirus with UK's NHS logo on social media

সিদ্ধান্ত

Coronavirus with UK's NHS logo graphic is Fake

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X