For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টিকাকরণের রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপেই? জেনে নিন আসল সত্যি

টিকাকরণের রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপেই? জেনে নিন আসল সত্যি

  • |
Google Oneindia Bengali News

দৈনিক সংক্রমণের নিরিখে গোটা দেশেই তৈরি হচ্ছে নিত্যনতুন রেকর্ড। এদিকে ভাঁড়ারে টানের কারণে টিকা সঙ্কট তৈরি হচ্ছে গোটা দেশেই। যার জেরে বাড়ছে উদ্বেগ। এদিকে করোনা টিকা নেওয়ার জন্য এতদিন কো-উইন অ্যাপকেই মূল ঢাল করেছিল সরকার। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো একাধিক খবরে দাবি করা হয়েছে করোনা টিকাকরণের রেজিস্ট্রেশন হচ্ছে হোয়াটসঅ্যাপেই।

টিকাকরণের রেজিস্ট্রেশন হোয়াটসঅ্যাপেই? জেনে নিন আসল সত্যি

ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে কোনও স্বাস্থ্য কেন্দ্রে টিকা নেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে আপনি এখন থেকে হোয়াটঅ্যাপেই অ্যাপয়েন্টমেন্ট করে রাখতে পারবেন। এর জন্য আর বাড়তি কোনও ঝক্কি পোয়াতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট নম্বরে নিজের নাম, ঠিকানা, বয়স আর আধার কার্ডের নম্বর দিয়ে বুকিং করে রাখতে হবে। একইসাতে দিতে হবে আপনার এলাকার পিন কোড। তবে টিকা পাবেন শুধুমাত্র ৪৫ উর্ধ ব্যক্তিরাই।

যদিও সরকারি ভাবেই জানানো হচ্ছে এই তথ্য সর্বত ভাবে ভুয়ো ও ভিত্তিহীন। করোনা টিকাকরণের জন্য রেজিস্ট্রেশন শুধুমাত্র কো-উইন অ্যাপ দিয়েই করা সম্ভব। সাহায্য নেওয়া যেতে পারে আরোগ্য সেতু অ্যাপ। এর বাইরে আর কোনও উপায়ই নেই। তবে ৪৫ বছরের বেশি ব্যক্তিরাই বর্তমানে দেশে করোনা টিকা নিতে পারবেন। এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত ১০ কোটির কাছাকাছি মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়ে গিয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে দৈনিক সংক্রমণেরও গোটা দেশে গতকাল নয়া রেকর্ড করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন দেশের প্রায় ১ লক্ষ ৬৫ হাজারের বেশি মানুষ।

Fact Check

দাবি

You can book an appointment for vaccine against COVID-19 through WhatsApp

সিদ্ধান্ত

You can register for the vaccine only on the COWIN portal and Arogya Setu app

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Corona virus vaccination registration is on WhatsApp
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X