For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Fact Check: সত্যি কি গৃহবন্দি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং!

চিনা প্রেসিডেন্টের গৃহবন্দি নিয়ে জল্পনা

Google Oneindia Bengali News

সম্প্রতি একটি খবর ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। আর তাতেই চিন সহ বিশ্বের একাধিক দেশে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চিনের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, চিনা কমিউনিস্ট পার্টির সিনিয়ররা তাঁকে পিপলস লিবারেশন আর্মির প্রধান থেকে সরিয়ে দিয়েছেন। পাশাপাশি শি-কে গৃহবন্দি করে রাখা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে,এই খবর কি আদৌ সত্যি?

Fact Check: সত্যি কি গৃহবন্দি চিনা প্রেসিডেন্ট শি জিনপিং!

চিনা নেটিজেনদের একাংশ দাবি করেছেন, বেজিং বর্তমানে সামরিক দখলে চলে গিয়েছে। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাক্তন চিনা প্রেসিডেন্ট হু জিনতাও প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়েন জিবাও স্থায়ী কমিটির সদস্য সং পিং দলের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। যার জেরে শি জিনপিংকে ঘরবন্দি করে রেখেছেন। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ সেপ্টেম্বর এসসিও সম্মেলন থেকে ফিরে আসার পরেই তাঁকে বিমানবন্দরে আটক করা হয়। সম্ভবত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

ওয়ান ইন্ডিয়ার তরফে এই খবর যাচাই করে দেখা হয়নি। তবে প্রাথমিকভাবে এই খবরকে গুজব বলে মনে করা হচ্ছে। চিনের প্রাক্তন জননিরাপত্তা উপমন্ত্রী সান লিজুনকে জিলিন প্রদেশের একটি আদালত দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। এর বাইরে চিনের তরফ থেকে কোনও খবর এখনও প্রকাশ্যে আসেনি। চিনের সেন্ট্রাল টেলিভিশনের তরফে জানানো হয়েছে, তাঁর বিরুদ্ধে ৬৪৬ মিলিয়ন ইয়ান ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও তাঁর বিরুদ্ধে অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। তিনি শিয়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন।

ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মূলত শিংয়ের ইচ্ছাতে এই নিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে সরিয়ে দেওয়া হল। তৃতীয় বারের জন্য শিয়ের ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। ১৬ অক্টোবর একটি সমাবেশের মাধ্যমে দলের নেতৃত্ব নির্ধারণ করা হবে।

তবে কোনও সংবাদমাধ্যমেই শি-এর গৃহবন্দির কোনও খবর প্রকাশ করা হয়নি। ওয়ান ইন্ডিয়ার তরফে গ্লোবাল টাইমসের মতো ওয়েবসাইট চেক করা হয়। সিএনএন ও বিসিসির মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওয়েবাইট চেক করা হয়। শি-কে গৃহবন্দি করে রাখা হয়েছে, এই জাতীয় কোনও সংবাদ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়নি। শি জিনপিংকে গৃহবন্দি করে রাখার খবর অত্যন্ত চাঞ্চল্যকর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এর মাত্রা অনেকটা। কিন্তু কোনও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর করেনি। তাই মন করা হচ্ছে, এই খবরের কোনও সত্যতা নেই। এই খবর নিতান্তই জল্পনা।

Fact Check

দাবি

The news that Chinese President Xi Jinping is under house arrest is fake

সিদ্ধান্ত

The news that Chinese President Xi Jinping is under house arrest is fake

রেটিং

Mostly False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
Chinese social media claim Xi Jinping is under house arrest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X