For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ধর্ষণ ভারতীয় সংস্কৃতির অংশ!’ আদৌও কি এই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ কিরণ খের?

‘ধর্ষণ ভারতীয় সংস্কৃতির অংশ!’ আদৌও কি এই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ কিরণ খের?

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের হাথরাস কাণ্ডের পর থেকেই ধর্ষণ বিরোধী আন্দোলনে নেমেছে গোটা দেশ। এদিকে সম্প্রতিক কালে বিজেপি সাংসদ কিরণ খেরের ধর্ষণ সংক্রান্ত একটি মন্তব্যে রীতিমতো শোরগল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেকেই দাবি করেছেন কিরন খের নাকি বলেছেন ধর্ষণ ভারতীয় সংস্কৃতির অঙ্গ হওয়ায় এটি এত সহজে থামানো যাবে না। এই বার্তা চাউর হতেই কিরণ খেরে বিরুদ্ধে সরব হন অনেক নেটিজেনই।

‘ধর্ষণ ভারতীয় সংস্কৃতির অংশ!’ আদৌও কি এই মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ কিরণ খের?

এদিকে এই ঘটনা সামনে আসতেই একাধিক সংবাদমাধ্যমের তরফে গোটা ঘটনার সত্যতা যাচাই করা হয়। আর তখনই দেখা কোনও ইন্টারভিউ এমনকী সোশ্যাল মিডিয়া পোস্টেও এই বক্তব্য করেননি বিজেপি সাংসদ। বর্তমানে রাজীব ত্যাগী নামে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তাঁর নামে ওই ভুয়ো তথ্য ছড়িয়েছেন। ওই পোস্টে তিনি কিরণ খেরের একটি ছবিও জুড়ে দেন। এদিকে সংবাদমাধ্যমের তথ্যানুসন্ধানী দলের অন্তর্তদন্তে দেখা যায় ধর্ষণ সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে সামগ্রিক পরিসরের অবতারণা করতে গিয়ে ২০১৮ সালে হরিয়ানায় ধর্ষণের বাড়বাড়ন্ত সম্পর্কে বলতে গিয়ে এই জাতীয় একটি মন্তব্য করেছিলেন কিরণ খের।

সেই সময় সংবাদ সংস্থা এনএনআই ও টাইম অফ ইণ্ডিয়ার ২০১৮ সালের ২২ জানুয়ারির একটি প্রতিবেদনেও তার উদ্ধৃতি পাওয়া যায়। সেখানেই তিনি বলেন "এ জাতীয় ঘটনা (ধর্ষণ) নতুন নয়। এগুলি দীর্ঘদিন থেকেই ঘটে চলেছে। কেবল মানসিকতার পরিবর্তনেই এই অবস্থার পরিবর্তন সম্ভব। সমাজের আসল পরিবর্তন আদপে কিন্তু একটি একটি করে পরিবারের হাত ধরেই শুরু হয়।" কিন্তু বর্তমানে হাথরাস গণধর্ষণ কাণ্ডের পর তার সেই সময়ের সামগ্রিক মন্তব্যের মধ্যে থেকে উদ্ধৃতি তুলেই ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে।

দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা, সাবধানতার পাশাপাশি রয়েছে উন্মাদনাওদুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা, সাবধানতার পাশাপাশি রয়েছে উন্মাদনাও

Fact Check

দাবি

Kiron Kher said rape is part of Indian culture

সিদ্ধান্ত

Kher had said that rapes are taking place forever and this is an old statement

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
bjp mp kiran khers comment that rape is part of indian culture is in fact fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X