কৃষকদের সমর্থনে ২৫ হাজার সেনা শৌর্য চক্র পদক ফেরত দিয়েছেন, ভুয়ো খবরে ছড়াচ্ছে বিভ্রান্তি
আবারও ভুয়ো খবরের জেরে বিভ্রান্তির সৃষ্টি হল। এক সংবাদমাধ্যম দাবি করেছে যে ভারতীয় সেনার প্রায় ২৫ হাজার জওয়ান তাঁদের শৌর্য চক্র পদক ফেরত দিয়েছেন। প্রজাশক্তি নামে এক সংবাদমাধ্যমের রিপোর্ট দাবি করেছে যে নতুন কৃষি বিলের বিরোধীতায় দিল্লির সীমান্তে কৃষকদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে তাঁরা তাঁদের পদক ফেরত দিয়েছেন।

এটা সম্পূর্ণ ভুয়ো একটি দাবি। সেনারা তাঁদের শৌর্য চক্র মেডেল ফেরত দেননি। ১৯৫৬ থেকে ২০১৯ সালের মধ্যে মাত্র ২,০৪৮ জন সেনাকে এই শৌর্য চক্র পদক দিয়ে সম্মানিত করা হয়েছে। সংবাদপত্রে করা দাবি সবৈব মিথ্যা। এ মাসের গোড়ার দিকে, তিনজন বক্সিং কিংবদন্তী গুরবক্স সিং সাধু, কউর সিং ও জয়পাল সিং জানিয়েছিলেন যে কৃষকদের প্রতি সংহতি প্রকাশ করে তাঁরা তাঁদের পুরস্কার ফেরত দেবেন রাষ্ট্রপতিকে।
পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত বহু প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্বরা কৃষকদের এই আন্দোলনকে সমর্থন করেছেন এবং তাঁরা জানিয়েছেন যে দিল্লিতে যাওয়ার পথে যদি কৃষকদের বাধা দেওয়া হয় তবে তাঁরা তাঁদের পুরস্কার ফেরত দিয়ে দেবেন। এঁদের মধ্যে রয়েছেন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কার প্রাপ্ত কুস্তিবিদ করতার সিং, অর্জুন পুরস্কার প্রাপ্ত বাস্কেটবল খেলোয়াড় সজ্জন সিং চিমা, হকি খেলোয়াড় রাজবীর কউর। তাঁরা জানিয়েছিলেন যে ৫ ডিসেম্বর তাঁরা সকলে দিল্লি গিয়ে তাঁদের পুরস্কার রাষ্ট্রপতি ভবনের বাইরে রেখে দিয়ে আসবেন।

যে যে পদে আছেন সেগুলো ছাড়ুন,শুভেন্দুর বিজেপিতে যোগদানের জল্পনা আরও উস্কে দিলেন অখিল

Fact Check
দাবি
25,000 Indian soldiers have returned their Shaurya Chakra medals to express solidarity with the farmers.
সিদ্ধান্ত
This claim is fake and only 2,048 soldiers have been awarded Shaurya Chakra between 1956 and 2019.