For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিষিদ্ধ হচ্ছে ২০০০ টাকার নোট, ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ালো আম জনতার মধ্যে

নিষিদ্ধ হচ্ছে ২০০০ টাকার নোট, ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ালো আম জনতার মধ্যে

Google Oneindia Bengali News

ইন্টারনেটে বহু খবরই ভাইরাল হয়। যা সবসময় সঠিক নাও হতে পারে। তেমনই একটি বিষয় বুধবার ইন্টানেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে যেটি হল ২০০০ টাকার নোট নিষিদ্ধ হতে চলেছে।

নিষিদ্ধ হচ্ছে ২০০০ টাকার নোট, ভুয়ো খবরে বিভ্রান্তি ছড়ালো আম জনতার মধ্যে


এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নোটবিরোধী সিদ্ধান্তের পরে যে ২০০০ টাকার নোট চালু হয়েছিল তা নিষিদ্ধ করা হয়েছে বা নিষিদ্ধ করা হবে কিনা এ ধরনের একাধিক প্রশ্ন আসতে থাকে নেটিজেনদের পক্ষ থেকে। গত বছরও একই ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছিল। ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে বেশ কিছু সরকারি আধিকারিকদের এ বিষয়ে প্রশ্ন করা হয় এবং তাঁদের কাছ থেকে জানা যায় ২০০০ টাকার নোট নিষিদ্ধ করার কোনও সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় না।

যদিও আমরা জানি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বার্ষিক রিপোর্টের পরই এই ধরনের গুজব শুরু হয়েছিল। আরবিআইয়ের বার্ষিক রিপোর্ট থেকে জানা গিয়েছে যে ২০১৯–২০ সালে ২০০০ টাকার নোট আর ছাপা হবে না। রিপোর্টে এও বলা হয়েছে, ২০০০ নোটগুলি ২০১৯–২০২০ সালে মুদ্রিত হয়নি। বছরের পর বছর ধরে এই নোটগুলির প্রচলন হ্রাস পেয়েছে। রিপোর্ট থেকে এও জানা গিয়েছে যে প্রচলিত ২০০০ টাকার নোটের সংখ্যা ২০১৮ সালের মার্চ মাসে ৩৩,৬৩২ লক্ষে, ২০১৯ সালের মার্চ মাসের শেষে তা ৩২,৯১০ লক্ষে ও ২০২০ সালে ২৭,৩৯৮ লক্ষে এসে নেমেছে।

Fact Check

দাবি

Rs 2,000 notes have not been banned in India

সিদ্ধান্ত

Rs 2,000 notes banned in India

রেটিং

False
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
English summary
2000 rupees notes are being banned confusion has spread among the masses over fake news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X