For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর পুলিশি হামলার অভিযোগ

ত্রিপুরায় কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর পুলিশি হামলার অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় দলের নেতা সমর্থকদের ওপর ব্যাপক পুলিশি অত্যাচারের অভিযোগ করল কংগ্রেস। নেতা ও কর্মীদের আটক করার পাশাপাশি তাদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। সেখানে মহাত্মা গান্ধীকে স্মরণ করতে অনুমতি ছাড়াই কংগ্রেস মিছিল বের করেছিল বলে জানা গিয়েছে। তবে পুলিশের তরফে কংগ্রেস নেতা কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তবে ভিড় হঠানোর কথা স্বীকার করে নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে।

ত্রিপুরায় কংগ্রেস কর্মী সমর্থকদের ওপর পুলিশি হামলার অভিযোগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস নেতা গোপালতন্দ্র রায় এবং সুবল ভৌমিক সমের ১৩৪ জন কংগ্রেস নেতা কর্মীকে তিনঘন্টারও বেশি সময় আটক করা হয়েছিল।

যুব কংগ্রেস জাতীয় নেতা স্রুতি রঞ্জন লেঙ্কা জানিয়েছেন, মহাত্মা গান্ধীর শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে তারা মিছিলের আয়োজন করেছিলেন। নাম দেওয়া হয়েছিল গান্ধী বিচার সন্দেশ পদযাত্রা। যা কোনওভাবেই কারও বিরুদ্ধে প্রতিবাদ ছিল না বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে। কিন্তু পুলিশ লাঠি নিয়ে মিছিলে অংসগ্রহণকারীদের ওপর আক্রমণ করে বলে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের তরফে।

কংগ্রেসের তরফে আরও দাবি করা হয়েছে, অনেক আগে থেকে পুলিশকে তাদের কর্মসূচির কথা জানালেও, কোনও অনুমতি দেওয়া হয়নি।

জানা গিয়েছে মিছিল থামাতে পুলিশ, আগরতলা সার্কিট হাউজের কাছে ব্যারিকেড করেছিল। কংগ্রেসের মিছিল সেখানে পৌঁছনোর পরে ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে ধস্তাধস্তি হয়।

অন্যদিকে আগরতলা থানার ওসি সুব্রত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা অনুমতি না থাকা কর্মসূচিতে শুধুমাত্র ভিড় হাল্কা করার চেষ্টা করেছেন। আর যাঁদের আটক করা হয়েছিল তাঁদের কয়েকঘন্টা পরেই ছেড়ে দেওয়া হয়।

English summary
Several Congress leaders and workers has been detained in Tripura for taking out rally without permission. Congress alleged baton charged and tortured from police part
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X