For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৪-এর আবহে সিপিএমের সঙ্গে রসায়ন ভিন্ন মাত্রা পাচ্ছে, ইয়েচুরিকে নিয়ে জল্পনা কংগ্রেস নেতার কথায়

২৪-এর আবহে কংগ্রেস-সিপিএমের রসায়ন ভিন্ন মাত্রা পাচ্ছে, জল্পনা কংগ্রেস নেতার কথায়

Google Oneindia Bengali News

একটা সময় ছিল কংগ্রেস ও সিপিএমের সম্পর্ক ছিল অহিনকুলের। আর তাঁদের মধ্যে কাঠে-খড়ে লড়াই হত। কিন্তু বিজেপির উত্থান কংগ্রেস ও সিপিএমকে এনে দিয়েছেন অনেক কাছাকাছি। তারই জেরে বিজেপিকে আটকাতে কংগ্রেস ও সিপিএম হাত ধরাধরি করে সরকার চালিয়েছে। আর ২০২৪-এর আগে দুই দলের এমনই মনোভাব, যেন কংগ্রেস আর সিপিএম আদতে একটাই দল।

২৪-এর আবহে কংগ্রেস-সিপিএমের রসায়ন ভিন্ন মাত্রা পাচ্ছে, জল্পনা কংগ্রেস নেতার কথায়

একটা সময় ছিল বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমদূরত্ব বজায় রেখে চলার নীতি নিয়েছিল সিপিএম। কিন্তু সেই নীতি থেকে সরে এসে সিপিএম ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে কংগ্রেসকে পাশে নিয়ে চলছে। রাজ্যে এখন বিজেপি ও তৃণমূল থেকে সমদূরত্ব বজায় রেখে কংগ্রেসের হাত ধরে চলতে পছন্দ করছে সিপিএম (যদিও এখন একা চলাই বেশি পছন্দ), জাতীয় ক্ষেত্রে কিন্তু বিজেপির মোকাবিলায় কংগ্রেসের সঙ্গে একসঙ্গে পথ চলতে সিপিএমের কোনও সংশয় নেই।

কংগ্রেসও তাই সিপিএমকে আর আলাদা করে দেখে না, তাদের পাশে নিয়েই চলতে চায় জাতীয় ক্ষেত্রে। সীতারাম ইয়েচুরি সিপিএমের সাধারণ সম্পাদক হওয়ার পরই ছবিটা বদলে গিয়েছে। তাই কংগ্রেস যে সিপিএমের সাধারণ সম্পাদককে আলাদা চোখে দেখো তার প্রমাণ বারে বারে পাওয়া গিয়েছে। কংগ্রেস একটা সময় সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় পাঠাতে চেয়েছিল। এখন সীতারাম ইয়েচুরিকে তাঁরা কী চোখে দেখে, তার প্রমাণ মিলল প্রবীণ কংগ্রেস নেতার কথায়।

দিল্লির এক অনুষ্ঠানে সীতারাম ইয়েচুরি সম্পর্কে তাঁর উপস্থিতিতেই কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, উনি শুধু সিপিএমের সাধারণ সম্পাদক নন, উনি কংগ্রেসেরও সাধারণ সম্পাদক। আমরা কংগ্রেসের লোকেরা ওনাকে সেই চোখেই দেখি। মাঝে মাঝে সাতারীম ইয়েচুরিজির প্রভাব সিপিএমের থেকে কংগ্রেসের মধ্যে বেশি প্রতিভাত হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজাও। তাঁর বন্দনাও গাইতে শোনা যায় জয়রাম রমেশকে।

জয়রাম রমেশ বলেন, রাজাকে আমরা সুজন মনে করি। তিনিও কংগ্রেসের সঙ্গে সখ্যতা বজায় রেখে রাজনীতি করেন, তাঁর অবস্থানের সঙ্গেও কংগ্রেসের মূল বক্তব্যের কোনও ফারাক নেই। সংসদে আমরা একসঙ্গে কাজ করেছি। এখন উনি সাংসদ নেই। কিন্তু তাঁর সঙ্গে আমার এবং আমাদের রাজনৈতিক সম্পর্ক অটুট।

বিজেপির মোকাবিলায় ঐক্যবদ্ধ লড়াই ও ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষা নিয়ে এদিনের আলোচনায় জয়রাম রমেশ কংগ্রেসও বামফ্রন্টের যে রসায়ন রচনা করেছেন, তা জাতীয় ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জাতীয় ঐক্যের ক্ষেত্রেও তা সুদূরপ্রসারী। জয়রাম রমেশ স্পষ্ট করে দিয়েছে, কংগ্রেস আদতে বাম দল নয়। আমরা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দক্ষিণপন্থী দল। কিন্তু বামেদের অনেক কিছু অ্যাজেন্ডার সঙ্গে আমাদের মিল আছে। কিন্তু বিজেপি দক্ষিণপন্থী দল হলেও তাদের সঙ্গে অ্যাজেন্ডাগত মিল নেই।

বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, প্রবল বর্ষণের পূর্বাভাস, ৫ জেলায় জারি বন্যার সতর্কতাবঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ, প্রবল বর্ষণের পূর্বাভাস, ৫ জেলায় জারি বন্যার সতর্কতা

English summary
Congress leader increases speculation about chemistry with CPM and Sitaram Yechury
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X