For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশের 'মৌখিক' অনুমতি, ১ মার্চ শহিদ মিনারে সভা অমিত শাহের

শেষ পর্যন্ত অমিত শাহের ১ মার্চ শহিদ মিনারের সভার অনুমতি দিল কলকাতা পুলিশ। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কলকাতা পুলিশ সভার জন্য মৌখিক অনুমতি দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত অমিত শাহের ১ মার্চ শহিদ মিনারের সভার অনুমতি দিল কলকাতা পুলিশ। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কলকাতা পুলিশ সভার জন্য মৌখিক অনুমতি দিয়েছে। ওই দিন অমিত শাহকে সিএএ নিয়ে সংবর্ধনা দিতে চায় রাজ্য বিজপি।

দীর্ঘ টালবাহানার পর 'মৌখিক' অনুমতি

দীর্ঘ টালবাহানার পর 'মৌখিক' অনুমতি

বিজেপির তরফে আবেদন করা হয়েছিল আগেই। কিন্তু সেই আবেদন কার্যত ফেলে রাখা হয়েছিল। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, বিজেপির তরফে সভার জন্য কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়েছে। কিন্তু লালবাজারের তরফে একদিকে যেমন সভা করার অনুরোধ ফেলে দেওয়া হয়নি, অন্যদিকে সভার জন্য প্রস্তুতি নেওয়ার ব্যাপারেও কিছু বলা হয়নি। সোমবার সেই দিলীপ ঘোষ জানিয়েছেন, সভার জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।

অমিত শাহের সভার জন্য আদালতে গিয়েছিল বিজেপি

অমিত শাহের সভার জন্য আদালতে গিয়েছিল বিজেপি

২০১৪ সালে তৎকালীন বিজেপি সভাপতি অমিত শাহকে দিয়ে কলকাতায় সভা করাতে আদালতের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। তবে বিজেপির রাজ্য সভাপতির আশা এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সভা নিয়ে সেরকম কোনও ব্যবস্থা নেবে না কলকাতা পুলিশ।

কোনও অসুবিধা নেই, বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়

কোনও অসুবিধা নেই, বলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়

দিলীপ ঘোষ জানিয়েছিলেন, বিজেপি সভা করার জন্য ময়দানের মালিক সেনাবাহিনীর অনুমতি পেয়েছে। পরীক্ষা চললও সভায় মাইকের ব্যবহারে ওপর কোনও নিষেধাজ্ঞা জারি হবে না, মনে করছেন দিলীপ ঘোষ। কেননা শহিদ মিনার কোনও বসতি এলাকার মধ্যে নয়। ফলে কোনও ছাত্র কিংবা তার অভিভাবকের অসুবিধা হওয়ার কথা নয়। পাশাপাশি ওইদিন কোনও পরীক্ষাও নেই।
তৃণমূল মহাসচিব তথা রাজ্যর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় মনে করেন শহরে অমিত শাহের সভায় অসুবিধার কিছু নেই। এর আগেরবার তিনি শহরে এসেছিলেন বিজেপি সভাপতি হিসেবে। এবার তিনি আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে। সভা নিয়ম মেনেই হবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।

২ মার্চ নেতাজি ইন্ডোরে সভা মমতার

২ মার্চ নেতাজি ইন্ডোরে সভা মমতার

১ মার্চ শহিদ মিনারে অমিত শাহের সভার পরদিনই নেতাজি ইন্ডোরে পুরভোট নিয়ে সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ১ মার্চ অমিত শাহ আপত্তিকর কোনও কথা বললে, ২ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর জবাব দেবেন, তা ধরেই নেওয়া যায়। ২৮ ফেব্রুয়ারি ভুবনেশ্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পৌরহিত্যে হওয়া সভার আগে রাজনৈতিকভাবে কোনও সংঘাতে যেতে চান না মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, তিনি রাজনৈতিকভাবেই বিজেপিকে জবাব দিতে চান।

English summary
Kolkata Police has given nod to Amit Shah's meeting on 1 Mardh at Shahid Minar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X