For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এটিএম প্রতারণায় চাঞ্চল্যকর তথ্য! জারি হতে চলেছে লুকআউট নোটিস

কসবার বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ স্কিমার লাগানোর ঘটনায় কি জড়িত স্থানীয় কেউ? সিসিটিভি ফুটেজ পরীক্ষার পর এমনটাই অনুমান কলকাতা পুলিশের গোয়েন্দাদের।

  • |
Google Oneindia Bengali News

কসবার বেসরকারি ব্যাঙ্কের এটিএম-এ স্কিমার লাগানোর ঘটনায় কি জড়িত স্থানীয় কেউ? সিসিটিভি ফুটেজ পরীক্ষার পর এমনটাই অনুমান কলকাতা পুলিশের গোয়েন্দাদের। অন্যদিকে, দিল্লি থেকে গ্রেফতার করে আনা দুই রোমানীয় যুবককে ম্যারাথন জেরা করে গ্যাং-এর বাকিদের সন্ধান চালাচ্ছেন গোয়েন্দারা।

এটিএম প্রতারণায় চাঞ্চল্যকর তথ্য! জারি হতে চলেছে লুকআউট নোটিস

রবিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কসবার বকুলতলার বেসরকারি ইন্দাসইন্দ ব্যাঙ্কের এটিএম-এ স্কিমার লাগানোর ঘটনা নজরে আসে স্থানীয় বাসিন্দা সৌম্যব্রত সেনের। ওই এটিএম-এর সিসিটিভি পরীক্ষা করে গোয়েন্দারা দেখেছেন, ওই দিন বেলা দেড়টার আশপাশের কোনও এক সময়ে এক ব্যক্তি প্রথমে গিয়ে স্কিমার লাগানোর কাজটি করেন। পরে আরেকজন ব্যাঙ্কের ডুকে দেখে যান, কাজটি ঠিক হয়েছে কিনা। দুই ব্যক্তির মুখ কোনওভাবেই আড়াল করা ছিল না। তাদেরকে দেখে স্থানীয় বলেই মনে হয়েছে। অর্থাৎ তারা কোনও ভাবেই বিদেশি নয় বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর।

এদিকে কলকাতায় বলে কার্ড জালিয়াতি কাণ্ডে জড়িত দুই রোমানীয় যুবক ওভিডিউ সিমন পপিস্কু এবংর তার সঙ্গী দিমিত্রু ক্যালিনকে ম্যারাথন জেরা করছেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। এই জেরা থেকে গোয়েন্দাদের অনুমান, প্রতারণা কাণ্ডে নিজেদের নেটওয়ার্ক গড়ে তুলেছিল তারা। একইসঙ্গে তদন্তকারীদের অনুমান, চক্রের পাণ্ডা রোমানীয় নাগরিক কর্নেল মির এদেশেই লুকিয়ে রয়েছেন। একইসঙ্গে চক্রের অন্যদেরও চিহ্নিত করা হয়েছে বলে দাবি কলকাতা পুলিশের গোয়েন্দাদের। অভিযুক্তদের ধরতে শীঘ্রই লুকআউট নোটিস জারি করা হবে বলে সূত্রের খবর।

English summary
Kolkata Police are going to issue Lookout notice to arrest ATM frauders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X