For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Business Idea: ঘরে থাকা বাইক থেকে প্রত্যেক মাসে মোটা রোজগারের সুযোগ! জানুন কীভাবে?

Business Idea: ঘরে থাকা বাইক থেকে প্রত্যেক মাসে মোটা রোজগারের সুযোগ! জানুন কীভাবে?

  • |
Google Oneindia Bengali News

ওলা সহ একাধিক অনলাইন ক্যাব সার্ভিস গাড়ির পাশাপাশি বাইকে যাত্রার সুবিধাও দিচ্ছে। যদি আপনার কাছেও বাইকে থাকে তাহলে আপনিও মোটা অঙ্কের রোজগার করতে পারবেন,। ওলা কিংবা যে কোনও অ্যাপ সার্ভিসের সঙ্গে যুক্ত হয়ে মোটা অঙ্কের রোজগারের সুবিধা তৈরি হয়েছে। শহরে বাড়ছে যানজট! আর এই ট্রাফিকের সময়ে উলা কিংবা উবরে চড়লে অনেকটাই সময় লেগে যাচ্ছে। কিন্ত্য বাইকে অনেকটাই সময় কম লাগে। যতটা ট্র্যাফিক বাঁচিয়ে চলতে পারে । ফলে অনেকটাই কম সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়! ফলে জাতায়াতে ক্ষেত্রে বাইক অনেক মানুষের কাছে প্রিয়।

অনেক বেশি বাইক বুকিং হচ্ছে

অনেক বেশি বাইক বুকিং হচ্ছে

রিপোর্ট বলছে, ট্যাক্সি অনলাইন সার্ভিস দেয় এমন অ্যাপ্লিকেশন Ola কিংবা Uber থেকে লোক অনেক বেশি বাইক বুকিং করছে। এতে চালকদের বেশ ভালো রোজগার হচ্ছে। বিশেষ করে যাদের বাইক আছে। এতে বাইক চালকরা মোটা অঙ্কের রোজগারের মুখ দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, বাইক বুকিংও ব্যাপক ভাবে বেড়েছে। ফলে যদি আপনার কাছে বাইক থাকে কিংবা রোজগারের একটা পথ খুঁজছেন তাহলে আপনার জন্যে ভালো খবর এটি। শুধু তাই নয়, অনলাইন বুকিং সার্ভিস Ola কিংবা Uber -এর সঙ্গে বাইক অ্যাটাচ করে মোটা অঙ্কের রোজগার করতে পারবেন।

শেয়ার করে নিয়ে যাওয়ার সুযোগ

শেয়ার করে নিয়ে যাওয়ার সুযোগ

বর্তমানে এখন আরও কিছু অ্যাপ এসেছে যারাও বাইক বুকিং দিচ্ছে। ফলে সেগুলির সঙ্গেও যুক্ত হতে পারবেন। সেগুলি তে বেশ কিছু সুযোগ রয়েছে। যেমন অফিস যাচ্ছেন একটি রুটে, সেই রুটেও আরও কেউ যেতে চাইছে ফলে তাঁকে শেয়ার করে নিয়ে যাওয়ার সুযোগ থাকে। ফলে, নির্দিষ্ট বেতনের বাইরেও বাড়তি আয়ের সুযোগ থাকে এতে।

কীভাবে বাইক যুক্ত করবেন?

কীভাবে বাইক যুক্ত করবেন?

Ola কিংবা Uber-এর সঙ্গে ব্যবসা করার ইচ্ছুক রয়েছে এমন ব্যক্তিদের জন্যে একটি ওয়েবসাইট partners.olacabs.কম রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে গাড়ি কিংবা বাইক অ্যাটাচ করার বিষয়ে বিস্তারিত জেনে সরাসরি আবেদন করতে পারবেন। তবে এখনও পর্যন্ত ওলা বাইক কিংবা ই-রিস্কার জন্যে সরাসরি কোনও ডায়রেক্ট লিঙ্ক দেয়নি। ফলে প্রথমে আপনার তথ্য ওই ওয়েবসাইটে দিতে হবে। আর ত দেওয়ার পরেই একটি ফর্ম খুলে যাবে। তাতে আপনার ই-রিস্কা কিংবা বাইক বেছে নিতে হবে। আর এরপরেই রিকোয়েস্ট পাঠাতে হবে। অনলাইন ফর্মে যে তথ্য দেওয়া রয়েছে তা দিয়ে অনলাইনেই তা জমা করতে হবে। এরপর সংস্থার তরফেই একটি ফোন আসবে আপনার কাছে। তাঁর কাছে সমস্ত তথ্য দিতে হবে। আর এরপরেই লোকেশন কনফার্ম করে আপনার বাইক অ্যাটাচ হয়ে জকাবে

একই ভাবে Uber অ্যাপ থেকেও বিকাম পার্টনার অপশন বেছে নিয়ে আবেদন করা যাবে। অন্যান্য অ্যাপের ক্ষেত্রেও পার্টনার হওয়ার সুযোগ রয়েছে।

English summary
You can give your bike or car in ola Or other service to earn money
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X