For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIC-র ২৩৩ টাকার পলিসিতে পান ১৭ লক্ষ টাকারও বেশি, আয়করেও পাওয়া যাবে ছাড়

LIC-র ২৩৩ টাকার পলিসিতে পান ১৭ লক্ষ টাকারও বেশি, আয়করেও পাওয়া যাবে ছাড়

  • |
Google Oneindia Bengali News

এলআইসি (lic) প্রতিবছরই বিভিন্ন অফার নিয়ে আসে। তেমনই এক অফার হল জীবন লাভ স্কিম (lic jeevan labh plan) । এই স্কিমে প্রতি মাসে মাত্র ২৩৩ টাকা দিয়ে আপনি সহজেই পেয়ে যেতে পারেন ১৭ লক্ষ টাকার ফান্ড। যা আবার কর মুক্তও বটে।

গ্রাহকদের জন্য সেরা পরিকল্পনা

গ্রাহকদের জন্য সেরা পরিকল্পনা

এলআইসি তার গ্রাহকদের জন্য সেরা পরিকল্পনা নিয়ে আসে বছর বছর। যা নিরাপদ বিনিয়োগও বটে। এর মাধ্যমে কোটিপতিও হওয়া যায়। এলআইসির জীবন লাভ স্কিম এমন একটি স্কিম যেখানে কোনও গ্রাহক প্রতিমাসে মাত্র ২৩৩ টাকা করে দিয়ে ১৭ লক্ষ টাকা পেয়ে যেতে পারেন। প্রত্যেক শ্রেণির গ্রাহকের কথা মাথার রেখে এর পরিকল্পনা করা হয়েছে।

এলআইসির জীবন লাভ প্রকল্প

এলআইসির জীবন লাভ প্রকল্প

এলআইসির জীবন লাভ প্রকল্প, যার তালিকা নম্বর হল 936। এটি একটি নন লিঙ্কড পলিসি। এর সঙ্গে শেয়ার বাজারের কোনও সম্পর্ক নেই। বাজার ওপর কিংবা নিচে যাই হোক না কেন, তা গ্রাহকের বিনিয়োগের অর্থকে কোনওভাবেই প্রভাবিত করবে না। পরিষ্কার করে বলতে গেলে এই প্রকল্পে গ্রাহকের টাকা সম্পূর্ণ নিরাপদ। এটি লিমিডেট প্রিমিয়াম প্ল্যান। যা বাচ্চাদের পড়া, বিয়ে, সম্পত্তি কেনার কথা মাথায় রেখেই এর পরিকল্পনা করা হয়েছে।

 পলিসির বৈশিষ্ট্য

পলিসির বৈশিষ্ট্য

১) এলআইসির জীবন লাভ স্কিম লাভ ও সুরক্ষা উভয়ই দেয়।
২) ৮ বছর থেকে ৫৯ বছর পর্যন্ত যে কেউ, কিংবা যে কারও নামে এই প্রকল্প করা যেতে পারে।
৩) পলিসির মেয়াদ ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত।
৪) সর্বনিম্ন ২ লক্ষ টাকার বিমা করতে হবে।
৫) এর কোনও সর্বোচ্চ সীমা নেই।
৬) ৩ বছর প্রিমিয়াম দেওয়া পরে তার থেকে লোনের সুবিধা পাওয়া যায়।
৭) প্রিমিয়ামে আয়করে ছাড় এবং পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি বিমা ও বোনাসের সুবিধা পাবেন।

 নমিনির সুবিধা

নমিনির সুবিধা

যদি পলিসি হোল্ডার মেয়াদকালের মারা যান এবং মৃত্যুর আগে পর্যন্ত সমস্ত প্রিমিয়াম পরিশোধ করেন, তাহলে তার নমিনি ডেথ সাম অ্যাসিওরড, সিম্পল রিভার্সনারি বোনাস এবং ডেথ বেনিফিট হিসেবে অতিরিক্ত েবানাস পাবেন।

দেশের অর্থনীতিতে এলআইসির বড় অবদান রয়েছে। ২০২০-২১ অর্থবর্ষে এলআইসি দিয়েছে ৩৬.৭৬ লক্ষ কোটি টাকা। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে ঋণো দিয়ে থাকে এলআইসি। সেই ঋণের পরিমাণ প্রায় ২১ হাজার কোটি টাকা। এই এলআইসির বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে মোদী সরকার।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
You can get Rs 17 lakh by giving Rs 233 per month to lic jeevan labh plan with income tax benefit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X