For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Year Ender 2022: ইলন মাস্ক থেকে আদানি-আম্বানি-টাটা! বছরভর সংযুক্তিকরণ-অধিগ্রহণ যা নজর কেড়েছে

Year Ender 2022: ইলন মাস্ক থেকে আদানি-আম্বানি-টাটা! বছরভর সংযুক্তিকরণ-অধিগ্রহণ যা নজর কেড়েছে

  • |
Google Oneindia Bengali News

ইলন মাস্কের টুইটারের চুক্তি যেমন রয়েছে ঠিক তেমনই রয়েছে প্রায় ৬৯ বছর পরে এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ ফের টাটাদের হাতে ফিরে যাওয়া। বিশ্বে এবং ভারতে বিভিন্ন সংস্থায় সংযুক্তিকরণ যেমন হয়েছে, ঠিক তেমনই অধিগ্রহণ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বছর ভর। একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু সংযুক্তিকরণ এবং অধিগ্রহণ।

টুইটারের মালিক ইলন মাস্ক

টুইটারের মালিক ইলন মাস্ক

২০২২-এর গুরুত্বপূর্ণ অধিগ্রহণের মধ্যে সাড়া জাগানোটি হল টুইটারের অধিগ্রহণ। টেসলা প্রধান ইলন মাস্ক শেয়ার প্রতি ৫৪.২০ ডলার হিসেবে ৪৪ বিলিয়ন ডলারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন। আর এই অধিগ্রহণের পরেই তিনি সিইও পরাগ আগরওয়াল, চিফ ফিনান্সিয়াল অফিসার নেড সেগাল এবং লিগ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড পলিসি চিফ বিজয়া গাড্ডেকে বরখাস্ত করেন। এরপর বছর শেষের মাসে ইমেলের মাধ্য সংস্থার প্রায় ৩৭০০ জনকে বরখাস্ত করেন।

এয়ার ইন্ডিয়া ফের টাটাদের হাতে

এয়ার ইন্ডিয়া ফের টাটাদের হাতে

পরাধীন ভারতে টাটা এয়ারলাইন্স শুরু করেছিলেন জেআরডি টাটা। আর ৬৯ বছর আগে সেই এয়ার লাইন্সের অধিগ্রহণ করেছিলেন ইন্দিরা গান্ধী। তবে এই ২০২২-এ এয়ার ইন্ডিয়া ফিরে গিয়েছে টাটাদের হাতে। বছরের শুরুতে ১৮ হাজার কোটি টাকায় ঋণে জর্জরিত এয়ার ইন্ডিয়া অধিগ্রহণ করেন রতন টাটা। টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়া কিনতে সব থেকে বেশি দর দিয়েছিল। আর এয়ার ইন্ডিয়াকে অধিগ্রহণ করা পরে তার সঙ্গে ভিস্তারা এবং এয়ার এশিয়াকে সংযুক্তি করেছে টাটা গোষ্ঠী।

 এনডিটিভি অধিগ্রহণ এনডিটিভির

এনডিটিভি অধিগ্রহণ এনডিটিভির

বছরের শেষের দিকে অন্যতম অধিগ্রহণ হল আদানি গ্রুপের নিউ দিল্লি টেলিভিশন। আদানি গ্রুপ ২৯.১৮ শতাংশ শেয়ার কিনে নিয়েছে। এছাড়াও তারা পাবলিক শেয়ারহোল্ডারদের থেকে ২৬ শতাংশ শেয়ার কেনার ব্যাপারে প্রস্তাব রেখেছে। আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের মালিকানাধীন বিশ্বপ্রধান কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড এবং এএমডি মিডিয়া নেটওয়ার্ক লিমিটেড এই অধিগ্রহণ প্রক্রিয়ায় রয়েছে।

আদানি সিমেন্ট অম্বুজা ও এসিসিকে অধিগ্রহণ করেছে

আদানি সিমেন্ট অম্বুজা ও এসিসিকে অধিগ্রহণ করেছে

এই বছরে আদানি সিমেন্ট অম্বুজা ও এসিসিকে অধিগ্রহণ করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে আদানি সিমেন্ট দেশের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট প্রস্তুতকারক হয়ে উঠেছে।

 একত্রিত হয়েছে HDFC লিমিটেড ও HDFC ব্যাঙ্ক

একত্রিত হয়েছে HDFC লিমিটেড ও HDFC ব্যাঙ্ক

বছরের অপর যে বড় সংযুক্তিকরণ হয়েছে, তা হল হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন এবং সহযোগী সংস্থা এইচডিএফসি ব্যাঙ্কের মধ্যে।

 INOX ও PVR-এ সংযুক্তিকরণ

INOX ও PVR-এ সংযুক্তিকরণ

দেশের বিনোদন জগতেও সংযুক্তিকরণ হয়েছে। মাল্টিপ্লেক্স জায়ান্ট পিভিআর এবং আইনক্স-এর সংযুক্তিকরণ হয়েছে। সংযুক্ত সংস্থাটি দেশের বৃত্তম বিনোদন সংস্থায় পরিণত হয়েছে। সংযুক্ত সংস্থার নাম হবে PVR INOX LIMITED। এই সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে সিনেমা হলগুলিকে PVR INOX নামে ব্রান্ডিং করা হবে।

Year Ender 2022: মহিলাদের পক্ষে সুপ্রিম কোর্ট! একনজরে পাঁচ গুরুত্বপূর্ণ রায় Year Ender 2022: মহিলাদের পক্ষে সুপ্রিম কোর্ট! একনজরে পাঁচ গুরুত্বপূর্ণ রায়

English summary
Year Ender 2022: Mergers and acquisitions of Musk, Adani, Ambani, Tatas that caught the eye throughout the year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X