For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Year Ender 2022: শিক্ষায় বছরভর মোদী সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ

Year Ender 2022: শিক্ষায় বছরভর মোদী সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ

  • |
Google Oneindia Bengali News

বছরভর নানা ঘটনা। সেই ২০২২-কে বিদায় জানাতে চলেছি আমরা। বছরের শুরুতে যে করোনা আতঙ্ক ছিল, শেষে গিয়ে সেই আতঙ্ক যেন আবার চেপে বসতে চলেছে। কিন্তু অন্য ক্ষেত্রগুলিতে ইতিবাচক ঘটনার পাশাপাশি নেতিবাচক ঘটনাও ঘটেছে। সেই তালিকায় রয়েছে শিক্ষা।

পিএইচডির জন্য নতুন পদ্ধতি

পিএইচডির জন্য নতুন পদ্ধতি

বিদায়ী বছরে স্নাতক কোর্সের জন্য নতুন ক্রেডিট এবং পাঠ্যক্রমের পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার। ইউজিসির তরফে বলা হয়েছে, এখন থেকে স্নাতকস্তরের চার বছরের ডিগ্রিধারীরা সরাসরি পিএইচডি কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে বিশ্ববিদ্যালয়গুলি তিন বছর না চার বছরের স্নাতক কোর্স রাখবে তা তাদেরকেই ঠিক করতে হবে বলে জানিয়েছে ইউজিসি। আর চার বছরের স্নাতক কোর্স শুরু না হওয়ার পর্যন্ত তিন বছরের স্নাতক কোর্স বন্ধ করা হবে না বলেও জানিয়েছে ইউজিসি।

 উচ্চশিক্ষায় বিনামূল্যে ২৩০০০ কোর্স

উচ্চশিক্ষায় বিনামূল্যে ২৩০০০ কোর্স

দেশের প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার সহজলভ্যতা বাড়াতে শিক্ষার্থীদের জন্য ২৩ হাজার উচ্চশিক্ষার কোর্স বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে। সেই তালিকায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, সাইবার নিরাপত্তার মতো বিষয়। জাতীয় শিক্ষানীতি ২০২০-র দ্বিতীয় বার্ষিকীতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউজিসি। সবার কাছে উচ্চশিক্ষাকে সহজলভ্য করে তুলতে শিক্ষার্থীদের কাছে ডিজিটাল রিসোর্সেস ইংরেজির পাশাপাশি অন্য আঞ্চলিকভাষায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছে।

 শিক্ষায় আন্তর্জাতিক প্রচার বাড়ানোর পরিকল্পনা

শিক্ষায় আন্তর্জাতিক প্রচার বাড়ানোর পরিকল্পনা

বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা ভারতে পড়তে আসেন। সেদিক থেকে দেখতে গেলে ইউজিসি আন্তর্জাতিক ছাত্রছাত্রীদের আকৃষ্ট করতে সমর্থ। তবে সেইসব ছাত্রছাত্রীর ভর্তির প্রক্রিয়া ভারতের বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে সব ধরনের বাধা মুক্ত হয়, সেব্যাপারে নজর দেওয়ার কথা বলেছে ইউজিসি। যে কোনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্নাতক এবং স্নাতক পরবর্তীতে নির্দিষ্ট সংখ্যক আসন ভর্তির হওয়ার পরেও ২৫ শতাংশ আসন বিদেশি ছাত্রছাত্রীদের জন্য বাড়ানোর অনুমতি দিয়েছে। এছাড়া বিদেশি ছাত্রছাত্রীদের ভারতে ভর্তির জন্য প্রবেশ প্রক্রিয়া রয়েছে, তাও প্রত্যাহার করার কথা জানিয়েছে ইউজিসি।

দশম ও দ্বাদশ শ্রেণিতে দক্ষতা ভিত্তিক প্রশ্ন

দশম ও দ্বাদশ শ্রেণিতে দক্ষতা ভিত্তিক প্রশ্ন

শিক্ষামন্ত্রকের তরফে দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাকে আরও বোধগম্য করে তুলতে দক্ষতা ভিত্তিক প্রশ্ন চালু করার সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী বলেছেন, ২০২৩ সালের দশম শ্রেণির পরীক্ষায় ৪০ শতাংশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৩০ শতাংশ প্রশ্ন দক্ষতা-ভিত্তিক করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী অন্নপূর্ণা দেবী। এই প্রশ্নগুলির মধ্যে যেমন থাকতে অবজেক্টিভ টাইপ, ঠিক তেমনই থাকবে কনস্ট্রাকটিভ টাইপের প্রশ্নও।

ভাষা সম্প্রীতি

ভাষা সম্প্রীতি

ভাষা সম্প্রীতির দিকে নজর দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ভাষা সম্প্রীতির চেতনা পুনরুজ্জীবিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ১১ ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস হিসেবে পালনের নির্দেশ দিয়েছে তারা। ইউডিসি বলেছে, নিজের মাতৃভাষা আয়ত্ত করার পাশাপাশি আরও বেশি সংখ্যক ভাষা শেখার জন্য একটি অনুকূল পরিবেশ গড়ে তুলতে হবে। প্রতিবেশী ভাষাকে ভালবাসতে শেখার কথাও বলা হয়েছে ইউজিসির তরফে।

Year Ender 2022: পোস্টার থেকে বিষয়, বছরভর বিতর্কে থেকেছে যে সিনেমাগুলিYear Ender 2022: পোস্টার থেকে বিষয়, বছরভর বিতর্কে থেকেছে যে সিনেমাগুলি

English summary
Important steps have taken by Modi government in education in 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X