For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

WPI Inflation: আগস্টে পাইকারি মূল্যস্ফীতি কমে ১২.৪১ শতাংশে!জারি হল রিপোর্ট

আগস্টে পাইকারি মূল্যস্ফীতির হার 12.41 শতাংশে নেমে এসেছে। জুলাই মাসেও যা 13.93 শতাংশ ছিল। টানা তৃতীয় মাস ধরে পাইকারি মূল্যস্ফীতির হার কমেছে। নির্মান ক্ষেত্র সহ উৎপাদিত দ্রব্যের দামের একটা পতন ঘটেছে। আর এই কারণে খাদ্য সাম

  • |
Google Oneindia Bengali News

আগস্টে পাইকারি মূল্যস্ফীতির হার 12.41 শতাংশে নেমে এসেছে। জুলাই মাসেও যা 13.93 শতাংশ ছিল। টানা তৃতীয় মাস ধরে পাইকারি মূল্যস্ফীতির হার কমেছে। নির্মান ক্ষেত্র সহ উৎপাদিত দ্রব্যের দামের একটা পতন ঘটেছে। আর এই কারণে খাদ্য সামগ্রীর দাম এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে।

পাইকারি মূল্যস্ফীতি কনে ১২.৪১ শতাংশ!

WPI ভিত্তিক মূল্যস্ফীতি জুলাই মাসে ছিল 13.93 শতাংশ এবং গত বছরের আগস্টে 11.64 শতাংশ। আগস্ট হল টানা 17 তম মাস যেখানে পাইকারি মূল্যস্ফীতি (WPI) দ্বিগুণ অঙ্কে রয়েছে৷ এই বছর মে মাসে মূল্যস্ফীতি একটা রেকর্ড জায়গাতে পৌঁছে গিয়েছিল। একেবারে পাইকারি মূল্য সূচক সর্বোচ্চ 15.88 শতাংশে পৌঁছে যায়।

খাদ্যবস্তুতে মুদ্রাস্ফীতি অগাস্ট মাসে বেড়ে 12.37 শতাংশে পৌঁছে গিয়েছিল। যেখানে জুলাই মাসে 10.77 শতাংশ ছিল বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, আগস্ট মাসে সবজির দাম বেড়েছে 22.29 শতাংশ, যা জুলাইয়ে 18.25 শতাংশ ছিল। জ্বালানি এবং বিদ্যুতের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি অগস্ট মাসে 33.67 শতাংশে ছিল।

কিন্তু জুলাই মাসে 43.75 শতাংশ ছিল বলে জানাচ্ছে রেকর্ড। উত্পাদিত পণ্য এবং তৈলবীজের ক্ষেত্রে এটি যথাক্রমে 7.51 শতাংশ এবং (-) 13.48 শতাংশে দাঁড়িয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) প্রধানত খুচরা মুদ্রাস্ফীতিকে তার মুদ্রানীতি প্রণয়নের ভিত্তি হিসাবে দেখে।

খুচরো মুদ্রাস্ফীতি টানা অষ্টম মাসে রিজার্ভ ব্যাঙ্কের টলারেন্স ব্যান্ডের 6 শতাংশের উপরের সীমার উপরে ছিল। আগস্ট মাসে তা ছিল ৭ শতাংশ বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, গোটা দেশের কাছে মূল্যবৃদ্ধি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক জিনিসের দাম ব্যাপক ভাবে বেড়ে গিয়েছে।

জ্বালানি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এই অবস্থায় মূল্যবৃদ্ধিকে ঠেকাতে এই বছর তিন বার বাড়ানো হয়েছে সুদের। আর তা বাড়িয়ে 5.40 শতাংশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কেন্দ্রীয় ব্যাংকের অনুমান অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি 2022-23 সালে গড় 6.7 শতাংশ হবে। তবে সবটাই আশা করা হচ্ছে! ফলে ভবিষ্যতে কোন পথে এগোবে তা সময় উপরেই ছেড়ে দেওয়া উচিৎ বলে মত বিশ্লেষকদের।

English summary
WPI Inflation: Wholesale Inflation decreased to 12.41 Per Cent In August: Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X