For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোবাইলের বাজার শাসন করছে কোন সংস্থা, কার বাজারে দখল বেশি, দেখুন ফটোফিচার

স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে কে এই মুহূর্তে বাজার শাসন করছে তা দেখে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

আজকের যুগে স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থাগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা। কে কাকে টক্কর দেবে তা নিয়ে সবসময় লড়াই চলে। আগে প্রতিযোগিতা কিছুটা কম ছিল। তবে গত দশ বছরে প্রতিযোগিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মোবাইল প্রস্তুতকারক সংস্থার সংখ্যাও বেড়েছে। তা সত্ত্বেও কে এই মুহূর্তে বাজার শাসন করছে তা দেখে নেওয়া যাক একনজরে।

অ্যালকাটেল

অ্যালকাটেল

এই মোবাইল সংস্থাটি ফরাসি, ফিনল্যান্ড ও চাইনিজের মিলিত ব্র্যান্ড যার মালিক টিসিএল কর্পোরেশন। এর বেশিরভাগ সম্পত্তিই নোকিয়ার কেনা। ২০০৪ সালে এই সংস্থা নিজেদের মোবাইল ফোন বাজারে আনে। তবে তার অনেক আগে ১৯৯৮ সাল থেকেই সংস্থা মোবাইল বানাতে শুরু করে। এই মুহূর্তে মোবাইল বাজারের ১.৩ শতাংশ দখল রয়েছে এই সংস্থার।

লেনোভো

লেনোভো

লেনোভো একটি চাইনিজ-আমেরিকান সংস্থা। এর একটি হেড কোয়ার্টার বেজিংয়ে পাশাপাশি আর একটি নর্থ ক্যারোলিনাতে রয়েছে। মোট ১৬০টি দেশে লেনোভোর মোবাইল বিক্রি হয় বলে জানা গিয়েছে। ১৯৮৪ সালের ১ নভেম্বর কোম্পানির প্রতিষ্ঠা হয়। তখন নাম ছিল লেজেন্ড। এই মুহূর্তে মোবাইলের বাজারে ৩.২ শতাংশ জায়গা ধরে রেখেছে সংস্থাটি।

জেডটিই

জেডটিই

জেডটিই একটি চিনা বহুজাতিক টেলিকমিউনিকেশন সংস্থা। এক প্রধান কার্যালয় শেনঝেন, গুয়াঙ্গতুংয়ে। জেডটিই গ্লোবাল মার্কেটের ৩.৩ শতাংশ শেয়ার দখল করে রেখেছে।

এলজি

এলজি

এলজি ইলেকট্রনিক্স একটি দক্ষিণ কোরিয়ার বহুজাতিক ইলেকট্রনিক্স সংস্থা। এর হেডকোয়ার্টার দক্ষিণ কোরিয়ায় সিওলে। মোট ১১৯টি দেশে এই সংস্থা কাজ করে ও ৮২ হাজার কর্মী রয়েছে। বিশ্ব মোবাইল বাজারের ৩.৬ শতাংশই এটি দখল করে রেখেছে।

জিয়াওমি

জিয়াওমি

জিয়াওমি একটি চিনা ইলেকট্রনিক সংস্থা। সংক্ষেপে একে বলে এমআই। বিশ্বের প্রথম পাঁচ স্মার্টফোন সংস্থার মধ্যে গণ্য করা হয় একে। মোবাইলের গ্লোবাল মার্কেটের ৬.৩ শতাংশ জায়গা এই সংস্থা দখল করে রেখেছে।

ভিভো

ভিভো

ভিভো-ও একটি চিনা স্মার্টফোন কোম্পানি। ২০০৯ সালে এই কোম্পানির প্রতিষ্ঠা হয়। এর হেড কোয়ার্টার গুয়াংঝাওয়ে অবস্থিত। বিশ্ব মোবাইল বাজারের ৬.৬ শতাংশ এটি দখল করে রেখেছে।

ওপ্পো

ওপ্পো

ওপ্পো ইলেকট্রনিক্স একটি চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা। ২০০৪ সাল থেকে এটি চিনে স্মার্টফোন বানাতে শুরু করেছে। ভালো ক্যামেরা ফোন ব্র্যান্ডের জন্য এটির সুনাম রয়েছে। বিশ্ব বাজারের ৮.৪ শতাংশ জায়গা এটি দখল করে রেখেছে।

হুওয়াই

হুওয়াই

এটিও চিনা মোবাইল প্রস্তুতকারক বহুজাতিক সংস্থা। বিশ্বের সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন ম্যানুফ্যাকচারার এই সংস্থাটি। এর আগে এই তকমা ছিল সোনি এরিকসনের দখলে। বিশ্ব মোবাইল বাজারের ১০.৫ শতাংশ এটি দখল করে রেখেছে।

অ্যাপল

অ্যাপল

এটি একটি মার্কিন সংস্থা। এর হেড অফিস ক্যালিফোর্নিয়ায়। মোবাইল ছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য কম্পিউটার সফটওয়্যার, আইপ্যাড, টিভি, হাতঘড়ি ও অনলাইন পরিষেবা এটি দিয়ে থাকে। মোবাইলের গ্লোবাল মার্কেটের ১১.২ শতাংশ জায়গা এই সংস্থা দখল করে রেখেছে।

স্যামসাং

স্যামসাং

এটি একটি দক্ষিণ কোরিয় বহুজাতিক স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা। এর হেড অফিস সিওলে অবস্থিত। এটি মোবাইল তৈরি ও বিক্রির ক্ষেত্রে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা। মোবাইল বাজারের ২২ শতাংশ স্থান এটি দখল করে রেখেছে।

English summary
World's best selling smartphone brand companies at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X