For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দরকার নেই ইন্টারনেটের! অফলাইনে এবার কীভাবে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন জানুন

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) পাইলট স্কিমে (Pilot Scheme) অফলাইনের (offline mode) মাধ্যমে অর্থাৎ বিনা ইন্টারনেটের মাধ্যমে কার্ড কিংবা মোবাইলের (Offline Payment Through Cards) মাধ্যমে এই সুবিধা চালু করার ঘোষণা করে

  • |
Google Oneindia Bengali News

ক্রেডিট কিংবা ডেবিট কার্ডে ব্যবহার বেড়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে Credit Card কিংবা Debit Card ব্যবহার করার সময় পেমেন্ট ফেল হয়ে যাচ্ছে। বেশির ভাগ সময়ে বঝা যায় এমন হওয়ার কারণ।

তবে লেনদেন ফেল হওয়ার একাধিক কারণ রয়েছে। যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ইন্টারনেট। অনেক সময়ে ইন্টারনেট না থাকার কারলে কার্ডের মাধ্যমে লেনদেন হতে সময় লাগে।

তবে খুব শীঘ্র এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন সাধারণ মানুষ। কারণ এবার ইন্টারনেট ছাড়াই খুব সহজেই ডিজিটাল পেমেন্ট করা যাবে।

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) পাইলট স্কিমে (Pilot Scheme) অফলাইনের (offline mode) মাধ্যমে অর্থাৎ বিনা ইন্টারনেটের মাধ্যমে কার্ড কিংবা মোবাইলের (Offline Payment Through Cards) মাধ্যমে এই সুবিধা চালু করার ঘোষণা করেছে।

গ্রামীণ এলাকাতে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে

গ্রামীণ এলাকাতে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বাড়বে

গ্রামীণ কিংবা প্রত্যন্ত এলাকাতে বেশির ভাগ ক্ষেত্রে ইন্টারনেট পাওয়া যায় না। ফলে গ্রামীণ কিংবা প্রান্তিক এলাকাতে সেভাবে ডিজিটাল লেনদেনের ব্যবহার হয় না বললেই চলে। আর সেই সমস্ত জায়গাতে ডিজিটাল লেনদেনের আরও বিস্তার বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, অফলাইন অর্থাৎ ইন্টারনেট ছাড়া লেনদেন করতে আরও প্রযুক্তিগত ভাবে আরও উন্নতি করা হচ্ছে। আর সেই কারনে প্রাথমিক ভাবে পাইল্ট স্কিম শুরু করা হয়েছে। খুব ছোট অঙ্কের লেনদেন এই মুহূর্তে করা হচ্ছে। যাতে সমস্যাগুলি বোঝা যায়।

চলছে পাইলট প্রজেক্ট

চলছে পাইলট প্রজেক্ট

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, পাইলট প্রজেক্ট চলাকালীন যে সমস্ত সমস্যা উঠে আসবে সেগুলিকে দ্রুত সমাধান করা হবে। এমনকি এই নিয়ে খুব শীঘ্র একটা গাইডলাইন তৈরি করা হবে। এমনটাই জানাচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দেশের বৃহত্তম এই ব্যাঙ্ক বলছে, যে সমস্ত এলাকাতে ইন্টারনেট ব্যবস্থা ভালো নয় সেখানে পেমেন্ট সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারনেই অফলাইন পেমেন্টের মতো বিকল্প ব্যবস্থা আনা হচ্ছে বলে দাবি করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে। তবে এই পদক্ষেপে আগামীদিনে ডিজিটাল ব্যবস্থাতে আরও লেনদেন বাড়বে বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ আরও এক তথ্য-

গুরুত্বপূর্ণ আরও এক তথ্য-

দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও জানাচ্ছে Payment System Operators (PSOs) এর Online Dispute Resolution (ODR) লাগু করা হবে। ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু অভিযোগের পাহাড়ও জমতে শুরু করবে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে এতে Humanitarian intervention হবে না। আর হলেও কম হবে।

কীভাবে কাজ করবে এটি

কীভাবে কাজ করবে এটি

প্রকাশিত খবর মোতাবেক পেমেন্ট, কার্ড, ওয়ালেট কিংবা মোবাইল সহ যে কোনও অন্য চ্যানেলের মাধ্যমে ব্যবহার করা যাবে।

পেমেন্ট remote এবং proximity মোডের মাধ্যমে করা যাবে।

-Payment Transactions যে কোনও Additional Factor of Authentication (AFA) ছাড়াও ব্যবহার করা যেতে পারে।

- Payment Transactions এর সর্বোচ্চ (Limit of a Payment Transaction) 200 টাকা। তবে এটি খুব শীঘ্র বাড়তে চলেছে।

- Transactions এর বিষয়ে বিস্তারিত জানার পরেই PSO আপানার রিয়েল টাইমে transaction alerts পাঠিয়ে দেবে।

English summary
without any network one can use debit and credit card also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X