For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্মদক্ষতার নিরিখে ৬০০ কর্মী ছাঁটাই করল উইপ্রো

খারাপ পারফরম্যান্সের জন্য ৩০০ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করল তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো। কর্মী ছাঁটায়ের সংখ্যা আরও বাড়তে পারে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২১ এপ্রিল : খারাপ পারফরম্যান্সের জন্য ৩০০ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করল তথ্য প্রযুক্তি সংস্থা উইপ্রো। আসন্ন সময়ে কর্মী ছাঁটায়ের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

বিশ্বের তৃতীয় বৃহত্তম সফ্টওয়্যার পরিষেবা প্রদানকারী সংস্থা উইপ্রো ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছিল বেশ কয়েক বছর ধরেই। খবর, সংস্থার লাভের অঙ্কেও তার কুপ্রভাব পড়েছিল। তারপরই এই পদক্ষেপ নেয় উইপ্রো।

কর্মদক্ষতার নিরিখে ৬০০ কর্মী ছাঁটাই করল উইপ্রো

সংস্থার তরফের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিবছরই নিয়মিতভাবে কর্মীদের গুণমানের কঠিন মূল্যায়ন করে উইপ্রো। এই প্রক্রিয়ার বেশ কিছু পদক্ষেপ রয়েছে। এই প্রক্রিয়ায় মূল্যায়নের ফলে সংস্থা থেকে সরে যেতে হয় বহু কর্মীকে। তবে সংস্থার কোন তলার কর্মী বা কোন কোন বিভাগের কর্মীদের ওপর ছাঁটাইয়ের কোপ বসেছে তা স্পষ্ট করেনি উইপ্রো।

প্রসঙ্গত, তথ্য প্রযুক্তি সংস্থা কগনিজেন্ট কিছুদিন আগে তার ৬ হাজার কর্মী ছাঁটাই করেছে। যা তাদের মোট কর্মী সংখ্যার ২ শতাংশ। তারপরই কগনিজেন্টের মনে করা হচ্ছে, উইপ্রোর প্রতিদ্বন্দ্বি সংস্থা উইপ্রোর তরফে এরকম একটি পদক্ষেপ আসে।

English summary
Wipro lays off several hundred employees on 'performance' grounds
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X