For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট তৈরির পিছনের কারিগর কারা! তাঁদের চেনেন কি

গোয়েল সামনে থাকলেও অর্থমন্ত্রকের একটি বড় দল এই বাজেট তৈরির পিছনে মুখ্য কারিগর হিসাবে কাজ করে।

  • |
Google Oneindia Bengali News

এতদিন কেন্দ্রের অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছেন অরুণ জেটলি। তিনি অসুস্থ হওয়ায় এবার নরেন্দ্র মোদী সরকারের এই মেয়াদের শেষ বাজেট পেশ করতে চলেছেন পীযূষ গোয়েল। এবছর লোকসভা ভোট হওয়ার অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন তিনি।

বাজেট তৈরির পিছনের কারিগর কারা! তাঁদের চেনেন কি

গোয়েল সামনে থাকলেও অর্থমন্ত্রকের একটি বড় দল এই বাজেট তৈরির পিছনে মুখ্য কারিগর হিসাবে কাজ করে। অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পোন রাধাকৃষ্ণণ যেমন রয়েছেন, তেমনই রয়েছেন শিব প্রতাপ শুক্লা।

এছাড়াও রয়েছেন ব্যয় দফতরের ওএসডি জিসি মুর্মু, সিবিডিটি চেয়ারম্যান সুশীল চন্দ্র, ফিনান্স সচিব এএন ঝা, ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি এসসি গর্গ, রাজস্ব সচিব এবি পাণ্ডে, ফিনান্স সার্ভিসেস এর সচিব রাজীব কুমার, সিবিআইসি চেয়ারম্যান পিকে দাস প্রমুখ।

[আরও পড়ুন: এটা কী ধরনের বাজেট তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ][আরও পড়ুন: এটা কী ধরনের বাজেট তা স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ]

অন্তর্বর্তীকালীন বাজেট হলেও লোকসভা নির্বাচনের আগে এটাই হতে চলেছে সরকারের শেষ বাজেট। ফলে মোদী সরকার মধ্যবিত্ত শ্রেণিকে এই বাজেটে বড় সুবিধা করে দিতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও কৃষিজীবী ও যুব সমাজের জন্য বাজেটে নতুন দিশা দেখানোর চেষ্টা করা হতে পারে।

[আরও পড়ুন: Budget 2019 Live: পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তী বাজেট পেশ হবে, জানালেন মোদী][আরও পড়ুন: Budget 2019 Live: পূর্ণাঙ্গ বাজেট নয়, অন্তর্বর্তী বাজেট পেশ হবে, জানালেন মোদী]

English summary
Who are the men behind interim Budget 2019, Know in detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X