For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাজেট পেশ করা ভারতের অর্থমন্ত্রীদের এই রেকর্ডগুলি আপনি জানেন কি

১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতে প্রথমবার বাজেট পেশ করা হয়। প্রথম বাজেটের সময়কাল ছিল মাত্র সাড়ে সাত মাস।

  • |
Google Oneindia Bengali News

১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতে প্রথমবার বাজেট পেশ করা হয়। প্রথম বাজেটের সময়কাল ছিল মাত্র সাড়ে সাত মাস। তারপরে ফের ১৯৪৮ সালে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়। দেশের প্রধানমন্ত্রীরাও কোনও না কোনও সময়ে বাজেট পেশ করেছেন। সেই তালিকায় যেমন রয়েছেন জওহরলাল নেহরুর নাম, তেমনই রয়েছেন একমাত্র মহিলা অর্থমন্ত্রী হিসাবে ইন্দিরা গান্ধীর নাম। একনজরে দেখে নিন ভারতের কোন অর্থমন্ত্রী কতবার বাজেট পেশ করেছেন।

অরুণ জেটলি

অরুণ জেটলি

এইবছর নিয়ে পাঁচবার টানা বাজেট পেশ করতে চলেছেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন তিনি। ২০০০ সাল পর্যন্ত বাজেট পেশ হতো বিকেল ৫টায়, ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবসে। তবে ২০০১ সালে তা বদলে দেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তিনি সকাল ১১টায় বাজেট পেশ করেন। গত দুইবছর ধরে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হচ্ছে।

মোরারজী দেশাই

মোরারজী দেশাই

মোরারজী দেশাই সবচেয়ে বেশি দশবার বাজেট পেশ করেছেন। ১৯৫৯ থেকে ১৯৬৩ সালের মধ্যে প্রতিবার ও দ্বিতীয় টার্মে ১৯৬৭-৬৯ সালে তিনি বাজেট পেশ করে রেকর্ড গড়েছেন। যা এখনও অক্ষত রয়েছে। এছাড়াও তিনি ১৯৬২-৬৩, ১৯৬৭-৬৮ সালে অন্তর্বর্তী বাজেট পেশ করেন।

পি চিদাম্বরম

পি চিদাম্বরম

অর্থমন্ত্রী পি চিদাম্বরম দ্বিতীয় সর্বোচ্চবার বাজেট পেশ করেছেন। মোট নয়বার তিনি বাজেট পেশ করেছেন। ইউপি সরকারের আমলে তিনি বেশ কয়েকবছর অর্থমন্ত্রী দায়িত্ব সামলান।

প্রণব মুখোপাধ্যায়

প্রণব মুখোপাধ্যায়

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মোট সাতবার বাজেট পেশ করেছেন। এই একই সংখ্যক বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছেন যশবন্ত সিনহা, ওয়াইবি চবন ও সিবি দেশমুখ।

মনমোহন সিং

মনমোহন সিং

দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একজন বিশ্বসেরা অর্থনৈতিক বিশেষজ্ঞ। দেশের সেরা অর্থমন্ত্রী হিসাবেও তাঁকে অনেকে গণ্য করেন। মোট ছয়বার তিনি বাজেট পেশ করেছেন। একই সংখ্যক বার বাজেট পেশ করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী টিটি কৃষ্ণমাচারি-ও।

আর বেঙ্কটরমন

আর বেঙ্কটরমন

দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আর বেঙ্কটরমন অর্থমন্ত্রী থাকাকালীন মোট তিনবার বাজেট পেশ করেছেন। এছাড়া আর এক অর্থমন্ত্রী এইচএম প্যাটেলও তিনবার নিজের সময়ে বাজেট পেশ করেছেন।

যশবন্ত সিং

যশবন্ত সিং

যশবন্ত সিং, ভিপি সিং, সি সুব্রহ্মণ্যম, জন মাথাই ও আরকে শন্মুখম চেট্টি মোট দু'বার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছেন।

জওহরলাল নেহরু

জওহরলাল নেহরু

জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, চরণ সিং, এনডি তিওয়ারি, মধু দন্ডওয়াতে, এসবি চবন, শচীন্দ্র চৌধুরীরা মাত্র একবার করে সংসদে বাজেট পেশ করেছেন।

ইন্দিরা গান্ধী

ইন্দিরা গান্ধী

দেশের প্রথম ও একমাত্র মহিলা প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। একবারই মাত্র মহিলা অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেছেন প্রিয়দর্শিনী।

শন্মুখম চেট্টি

শন্মুখম চেট্টি

স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করেন আরকে শন্মুখম চেট্টি। ১৯৪৭ সালের ২৬ নভেম্বর বাজেট পেশ হয়েছিল। সেই বাজেটের কার্যকাল ছিল মাত্র সাড়ে সাত মাস। পরের বছর ফের বাজেট পেশ হয়।

English summary
Which finance minister has presented most number of Union Budgets in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X