For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনার আধার কার্ড গোপনে ব্যবহার হচ্ছে না তো! চেক করুন অনলাইনেই, জানুন কীভাবে

আপনার কার্ড ভালো কাজে হোক অথবা খারাপ উদ্দেশ্যে, কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে বা হচ্ছে, তা অনলাইনে দেখবেন কীভাবে, জেনে নিন।

  • |
Google Oneindia Bengali News

আধার নিয়ে চারিদিকে নানা বিতর্ক চলছে। আধার খুবই গোপন একটি ব্যবস্থা। এতে আপনার নামে একটি নম্বর যেমন রয়েছে তেমনই বায়োমেট্রিক ডিটেলসও রয়েছে। একদিকে যেমন আধার নম্বর ফাঁসের অভিযোগ উঠছে, তেমনই সরকার সমস্ত কাজে আধারের তথ্য চাইছে। তাই আধার নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। আপনার কার্ড ভালো কাজে হোক অথবা খারাপ উদ্দেশ্যে, কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে বা হচ্ছে, তা অনলাইনে দেখবেন কীভাবে, জেনে নিন।

ওয়েবসাইট খুলুন

ওয়েবসাইট খুলুন

প্রথমে ইউআইডিএআই ওয়েবসাইট https://uidai.gov.in খুলুন। তারপরে আধার সার্ভিসেস-এর অধীনে থাকা Aadhaar Authentication History-তে ক্লিক করুন।

বক্স খুলবে

বক্স খুলবে

এবারে একটি বক্স খুলে যাবে। সেখানে আপনার ১২ ডিজিটের আধার নম্বরটি দিয়ে দিন। তারপরে সিরিউরিটি কোড দিয়ে ওটিপি জেনারেট করুন।

ওটিপি আসবে

ওটিপি আসবে

ওটিপি আপনার আধার নম্বরের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরেই আসবে। অন্য কোনও নম্বরে আসবে না। সেক্ষেত্রে আপনার নম্বরটি অ্যাক্টিভেট করা রয়েছে কিনা সেটা দেখে নিন।

ডিটেলস দিন

ডিটেলস দিন

যে পাতাটি এবারে খুলবে তাতে কিছু অথেন্টিকেশন ডিটেলস চাইবে। যেমন অথেন্টিকেশন টাইপ, তারিখ বাছতে হবে, নাম্বার অব রেকর্ডস লিখতে হবে। একইসঙ্গে এখানে ওটিপি নম্বরটি দিতে হবে।

অল সিলেক্ট করুন

অল সিলেক্ট করুন

অথেন্টিকেশন টাইপের মধ্যে ড্রপ ডাউন বক্সে All সিলেক্ট করতে হবে। তারিখ বাছার সময়ে যে সময়ের মধ্যে আপনার আধার নম্বর কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেটা জানতে চাইছেন তা দিতে হবে। সর্বোচ্চ রেকর্ডসের ঘরে কোনও একটা সংখ্যা দিতে হবে। ধরে নিন ৩০-৪০ অথবা ৫০ দিতে পারেন।

ওটিপি দিন

ওটিপি দিন

তারপরে ওটিপি যেটা আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসেছে তা দিতে হবে। এবং সাবমিট করতে হবে। এই স্টেপগুলি করার আগে তাই মোবাইল নম্বর চেক করে নিয়ে যে নম্বরটি আধারের ক্ষেত্রে দিয়েছেন তা চেক করে নিন।

চেক করুন

চেক করুন

সাবমিট করার পরই অথেন্টিকেশন হিস্ট্রি হিসাবে আপনার সিলেক্ট করার সময়ের মধ্যে কোথায় কোথায় আধারের নম্বর ব্যবহৃত হয়েছে তা দেখিয়ে দেবে। সেই তথ্যে কোথাও গোলমাল দেখলে সঙ্গে সঙ্গে ইউআইডিএআইয়ের টোল ফ্রি নম্বর ১৯৪৭-এ ফোন করে অভিযোগ জানাতে পারেন।

English summary
Check where your Aadhaar card is been used, check online in UIDAI website
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X