For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7th Pay Commission: সরকারি কর্মচারীদের জন্যে বড়সড় স্বস্তির খবর! কবে থেকে এই মহার্ঘ ভাতার সুবিধা মিলবে

করোনা পরিস্থিতির কারনে কারক্ত তলানিতে দেশের অর্থনীতি। যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের উপর। ইতিমধ্যে বহু সংস্থা বন্ধের মুখে। ক্রমশ বাড়ছে দেশে বেকারের সংখ্যা। কর্মী ছাঁটাই থেকে শুরু বেতনে কোপ পড়ছে। করোনা পরিস্থিত

  • |
Google Oneindia Bengali News

করোনা পরিস্থিতির কারনে কারক্ত তলানিতে দেশের অর্থনীতি। যার প্রভাব পড়তে শুরু করেছে সাধারণ মানুষের উপর। ইতিমধ্যে বহু সংস্থা বন্ধের মুখে। ক্রমশ বাড়ছে দেশে বেকারের সংখ্যা। কর্মী ছাঁটাই থেকে শুরু বেতনে কোপ পড়ছে। করোনা পরিস্থিতিতে চাপের মধ্যে রয়েছেন সরকারি কর্মীরাও। করোনার কোপে দীর্ঘদিন ধরে বন্ধ বেতন বৃদ্ধি সহ একাধিক সুযোগ সুবিধা।

বিশেষ করে করোনার কারণে আটকে রয়েছে সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর ভাতার সুযোগ-সুবিধা। এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো তৈরি হয়। বেশ কিছু সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জুলাই মাসেই হয়তো এই সুবিধা পাওয়া যেতে পারে। কিন্তু যদিও অর্থমন্ত্রকের তরফে সেই খবর ভুয়ো বলে জানিয়ে দেয়। তবে ফের একবার আশার আলো তৈরি হয়েছে।

সেপ্টেম্বরে মিলতে পারে এই সুবিধা

সেপ্টেম্বরে মিলতে পারে এই সুবিধা

সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ডিএ এবং ডিআর ভাতা বৃদ্ধির কথা। কিন্তু করোনার কারণে গত দুবছর ধরে এই সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। তবে এই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে। জানা যাচ্ছে, সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই সুবিধা পেয়ে থাকবেন। সম্প্রতি অর্থমন্ত্রকের সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন দফতরের আধিকারিকরা ছিলেন। সেই বৈঠকেই ২০২১ সেপ্টেম্বর মাসে কর্মীদের ডিএ-ডিআর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাহলে কি সেপ্টেম্বর থেকেই মিলবে ডিএ

তাহলে কি সেপ্টেম্বর থেকেই মিলবে ডিএ

ডিএ এবং ডিয়ারনেশ অ্যালোয়েন্সের উপর নির্ভর করে অনেক কিছু। বিশেষ করে মধ্যবিত্ত কেন্দ্রীয় চাকুরিজীবী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে এই আর্থিক সুবিধা অনেকটাই কাজের। তবে সেপ্টেম্বর থেকেই এই সুবিধা পাওয়া যাবে কিনা টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। বৈঠকে হওয়া সিদ্ধান্ত অনুমোদনের জন্যে বেশ কয়েকটি বিভাগের মধ্যে দিয়ে যেতে হয়। অর্থমন্ত্রক এই প্রপোসাল পাঠাবে। এরপর মন্ত্রিসভা তা অনুমোদন দেবে বলে নিয়ম। ফলে সেপ্টেম্বরে বাড়তি বেতন নাও হতে পারে।

কতটা ডিএ বাড়তে পারে

কতটা ডিএ বাড়তে পারে

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ ডিএ। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বাকি। সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই অবস্থায় ১৭ শতাংশ থেকে ৩২ শতাংশ বকেয়া ডিএ সরকারি কর্মীরা পেতে পারেন বলে জানা যাচ্ছে। তবে সবটাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রিসভার চূড়ান্ত বৈঠকে।

English summary
When central govt staff can expect DA, DR benefits
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X