জিএসটি ফাঁকি রোধে অভিনব পরিকল্পনা, গ্রাহক পেতে পারেন এক কোটির লটারি
জিএসটিকে জালিয়াতি রোধকারী ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে দোকানদার ও ক্রেতাদের মধ্যে লেনদেনের প্রতিটি বিলকে লটারির অন্তর্ভুক্ত করতে চলেছে সরকার। ১ এপ্রিল থেকে অই পরিকল্পনা কার্যকর করা হবে বলে জানা গিয়েছে। এক আধিকারিক জানিয়েছেন এই লটারিতে গ্রাহকরা এককোটি টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন।

জিএসটিতে এবার লটারি
সরকারি আধিকারিক জানিয়েছেন, এই লটারি প্রকল্পটি গ্রাহকদের দোকান থেকে প্রতিটি ক্রয়ের বিল কিংবা রসিদ নেওয়াকে উৎসাহিত করতেই এই পরিকল্পনা করা হয়েছে। এটি জিএসটি ফাঁকি রোধে সহায়তা করবে বলেও মনে করা হচ্ছে।

যেভাবে অংশ নেওয়া যাবে
তবে এই লটারিতে অংশ নেওয়ার জন্য ন্যূনতম কিংবা সর্বোচ্চ কোনও সীমা থাকবে না। প্রথম বিজয়ীকে লটারিতে বড় পুরস্কারের জন্য বেছে নেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে রাজ্য পর্যায়ে বাছাই করা হবে। এতে অংশ নিতে গ্রাহকদের কোনও ক্রয়ের রসিদ স্ক্যান করে আপলোড করতে হবে।

তৈরি হচ্ছে অ্যাপ
জিএসটি নেটওয়ার্ক এর জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করছে। যা এমাসের শেষের দিকে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল গ্রাহকদের জন্য দেওয়া হবে।


১৪ মার্চ জিএসটি কাউন্সিলের বৈঠকে প্রস্তাব
১৪ মার্চে জিএসটি কাউন্সিলের বৈঠকে এই নিয়ে প্রস্তাব রাখা হতে পারে। এই লটারির জন্য অর্থ জরিমানা থেকে আসবে বলেও জানানো হয়েছে।