For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জালিয়াতি মামলায় মুখ খুলল পিএনবি, কোন ঘটনায় আলোকপাত করা হল

১১ হাজার ৩০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি প্রসঙ্গে পিএনবি-র প্রধান সুনীল মেহতা ঠিক কী বলেছেন দেখে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

ব্যাঙ্ক জালিয়াতির ঘটনায় সাংবাদিক সম্মেলন করে নিজেদের বক্তব্য জানানোর পাশাপাশি অবস্থান স্পষ্ট করল পিএনবি। নীরব মোদী ব্যাঙ্ক জালিয়াতি করে নীরবে ১ জানুয়ারি দেশে ছেড়েছেন। ২৯ জানুয়ারি পিএনবি সিবিআইয়ে অভিযোগ দায়ের করে। সেই ঘটনায় ১১ হাজার ৩০০ কোটি টাকার আর্থিক দুর্নীতি প্রসঙ্গে সংস্থার প্রধান সুনীল মেহতা ঠিক কী বলেছেন দেখে নেওয়া যাক।

জালিয়াতি মামলায় মুখ খুলল পিএনবি ব্যাঙ্ক, কোন ঘটনায় আলোকপাত করা হল

পিএনবির বয়ান একনজরে

  • পিএনবি ব্যাঙ্কিং ক্ষেত্রে স্বচ্ছ্বতা বজায় রাখতে বদ্ধপরিকর। সেজন্যই আর্থিক রেগুলেটরি সংস্থা, ইডি ও সিবিআইকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে।
  • গোটা ঘটনা সম্পর্কে আমরা জানি। আমাদের কর্মীদের এই বিষয়ে কাজে লাগানো হচ্ছে। অন্য ব্যাঙ্কারদেরও পরিস্থিতি সম্পর্কে জানানো হচ্ছে।
  • যে পিএনবি কর্মীরা এই ঘটনায় জড়িত বলে অভিযোগ, তাদের সম্পর্কে তদন্তকারীদের বিস্তারিত জানানো হয়েছে।
  • গত ৩ জানুয়ারি এই কেলেঙ্কারি ধরা পড়ে। জানতে পারি, আমাদের দুই কর্মী অবৈধ লেনদেন করেছেন। ব্যাঙ্ক সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে।
  • মূলত ভারতীয় ব্যাঙ্কের আন্তর্জাতিক শাখা অর্থাৎ অন্য দেশে থাকা শাখাগুলি এতে জড়িয়ে রয়েছে। এদেশে শুধুমাত্র মুম্বইয়ের শাখায় গোলমাল হয়েছে। আর কোথাও গোলমালের খবর পাওয়া যায়নি।
  • যেরকমই তদন্ত হোক না কেন, ব্যাঙ্ক তাতে সম্পূর্ণ সহযোগিতা করবে, এবং ফলাফলের জন্য তৈরি আছে।
  • নীরব মোদী তাদের কাছে এই ঘটনায় টাকা ফেরত দিতে চেয়ে ইমেল করেছেন বলে জানিয়েছেন সুনীল মেহতা। বলেছেন, ব্যাঙ্কের তরফে পুরো টাকা ফেরতের কথা বলা হয়েছে। সেইমতো সমাধানের পথ বের করে নেওয়া হবে।

[আরও পড়ুন:ব্যাঙ্ক জালিয়াতিতে জড়ানো নীরব মোদী কি ভারতের নতুন বিজয় মালিয়া! জানুন কীর্তিমান সম্পর্কে][আরও পড়ুন:ব্যাঙ্ক জালিয়াতিতে জড়ানো নীরব মোদী কি ভারতের নতুন বিজয় মালিয়া! জানুন কীর্তিমান সম্পর্কে]

English summary
What PNB MD CEO Sunil Mehta says on bank fraud in press conference
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X