রেলের টিকিটে PNR-এর অর্থ কী? এই ১০ সংখ্যা যাত্রীদের কীভাবে উপকার করে
ভারতীয় রেল (Indian Railways) হল সাধারণ মানুষের লাইফ লাইন। প্রতিদিন কোটি কোটি মানুষ নিজেদের গন্তব্যে পৌঁছতে রেলকে ব্যবহার করে থাকেন। দূরপাল্লার টিকিটের এতটাই চাহিদা যে সাধারণ মানুষ ৩ থেকে ৪ মাস আগে থেকে সেই টিকিট কেটে রাখেন। দূরপাল্লার রেলের টিকিট কাটার পরে প্রতি টিকিটেই একটি করে পিএনআর (PNR নম্বর থাকে। যা ১০ সংখ্যার। এই নম্বরের মাধ্যমে কোনও যাত্রী নিজেই ইন্টারনেটে চেক করে নিতে পারেন, তাঁর টিকিটটি নিশ্চিত কিনা কিংবা কোন আসন তাঁকে দেওয়া হয়েছে।

অনেক সাহায্য করে
যাঁরা দূরপাল্লার যাত্রী, তাঁদের বেসিরভাগই পিএনআর-এর নাম শুনেছেন, কিন্তু এই পিএনআর যে যাত্রীদের যাত্রায় অনেক সাহায্য করে তা তাঁরা জানেন না।

পিএনআর অর্থ কী
পিএনআর-এর অর্থ হল যাত্রীর নাম রেকর্ড। যাত্রীর সব তথ্য এই নম্বরে রেকর্ড করা হয়ে থাকে। আসন সংরক্ষণের সময় শুধুমাত্র যাত্রীদের জন্য এই নম্বর তৈরি করা হয়।

পিএনআর নম্বর দিয়ে যে ভাবে সাহায্য
ট্রেনের সংরক্ষণ নিশ্চিত কিনা জানতে যে কোনও যাত্রী কিংবা তাঁর আত্মীয়-বন্ধুরা পিএনআর নম্বরের সাহায্য নিতে পারেন। এই নম্বরটি জানতে প্রথমে আইআরসিটিসি ওয়েবসাইটে যেতে হবে। এরপর অনলাইন পিএনআর নম্বরে ক্লিক করলে তথ্য পাওয়া যাবে। এছাড়াও মোবাইল এসএমএস-এর মাধ্যমে পিএনআর নম্বরের সাহায্যে, ট্রেনের অবস্থানও জানা যেতে পারে।

১০ টি নম্বরের ভিন্ন অর্থ
পিএনআর-এর যে ১০ টি নম্বর রয়েছে, তার প্রথম তিনটি নম্বর থেকে জানা যায়, কোন জোনের জন্য যাত্রী টিকিট সংরক্ষণ করেছেন। মুম্বই জোনের সংখ্যা যেমন ৮ এবং মুম্বই থেকে দিল্লি টিকিট সংরক্ষণ করা হলে যাত্রীর পিএনআর নম্বর শুরু হয় ৮ দিয়ে। বাকি দুটি সংখ্যাও জোন সম্পর্কে বলে থাকে। এর থাকে ট্রেনের নম্বর, যাত্রার তারিখ, যাত্রীর বিবরণ বাকি সাতটি নম্বরে রাখা হয়।
এই নম্বরগুলিতে থাকে কোনও স্টেশন থেকে যাত্রা শুরু, কোন স্টেশনে শেষ সেই তথ্যও। এছাড়াো যে ক্লাসে যাত্রী ভ্রমণ করছেন, যেমন তা স্লিপার, না এসি ১ কিংবা এসি ২, তাও সেখানে থাকে।