For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেল বাজেট ২০১৮-য় কোন কোন ঘোষণা করেছেন জেটলি, জেনে নিন আলাদা করে

কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগের বছর থেকে ৯২ বছরের প্রথা ভেঙে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেট পেশ করেন জেটলি।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগের বছর থেকে ৯২ বছরের প্রথা ভেঙে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে রেল বাজেট পেশ করেন জেটলি। এবছরও সেই প্রথা বজায় রেখে জেটলি সাধারণ বাজেটের মধ্যেই রেল বাজেট পেশ করেছেন। একনজরে দেখে নেওয়া যাক, রেল বাজেটে কী কী ঘোষণা হল।

রেল বাজেট ২০১৮-য় কোন কোন ঘোষণা করেছেন জেটলি, জেনে নিন আলাদা করে

রেল বাজেটের ঘোষণা একনজরে

  • ভারতীয় রেলওয়েকে উন্নত ও বর্ধিত করতে ১.৪৮ লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
  • এর বরাদ্দের বেশিরভাগ টাকা খরচ করা হবে ক্যাপাসিটি এক্সপ্যানশন বা ক্ষমতা বিস্তারে।
  • নতুন আর্থিক বছরে ১৮ হাজার কিলোমিটার রেললাইন ডবল করা হবে।
  • বিশ্বমানের রেল যোগাযোগ তৈরি করা হবে। সেজন্য বিশ্বমানের রেল সেট তৈরি হবে। পণ্য পরিবহণের জন্য আলাদা করিডোর তৈরি হবে। রেল করিডোরে বিদ্যুতায়নের ক্ষেত্রে আরও জোর দেওয়া হবে।
  • রেলের বিভিন্ন পরিকল্পিত প্রকল্পের জন্য বিনিয়োগ আহ্বান জানানো হবে। ব্রড গেজ, সিগন্যালিংয়ে অটোমেশন, ইলেকট্রিফিকেশন সমস্ত কিছুতেই জোর দেওয়া হবে।
  • রেলের সুরক্ষায় কেন্দ্র প্রতিটি ট্রেন ও স্টেশনে ওয়াই ফাই পরিষেবা ও সিসিটিভি বসানো হবে ধাপে ধাপে।
  • ২৫ হাজারের বেশি মানুষের ভিড় হয় এমন স্টেশনে এসকেলেটর বসানো হবে।
  • সিগন্যাল ব্যবস্থা ঢেলে সাজানো হবে। কুয়াশা থেকে রেল দুর্ঘটনা কমানোর চেষ্টা হবে। রেলের সুরক্ষা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে বেশি নজর দেওয়া হবে।
  • দেশের মোট ৬০০টি স্টেশনকে উন্নত করা হবে। আধুনিকীকরণের সমস্ত উপকরণ সেখানে উপস্থিত থাকবে।
  • একইসঙ্গে মুম্বই ও বেঙ্গালুরুর সাব আর্বান রেল নেটওয়ার্ক চালুর করার বিষয়ে রেল পদক্ষেপ করতে চলেছে।

[আরও পড়ুন:জেটলির বাজেট পেশের মধ্যেই সেনসেক্সের ভোলবদল, কমল টাকার দাম ][আরও পড়ুন:জেটলির বাজেট পেশের মধ্যেই সেনসেক্সের ভোলবদল, কমল টাকার দাম ]

[আরও পড়ুন:আয়করের স্ল্যাব বদলাল না, গ্রামীণ জনসংখ্যাকে বাজেটে টার্গেট কেন্দ্রের, পড়ুন সমস্ত আপডেট][আরও পড়ুন:আয়করের স্ল্যাব বদলাল না, গ্রামীণ জনসংখ্যাকে বাজেটে টার্গেট কেন্দ্রের, পড়ুন সমস্ত আপডেট]

English summary
What FM Arun Jaitley offer in Railway Budget 2018 for you, see in detail
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X