For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হল চুক্তির ঘোষণা, ফ্লিপকার্ট-ওয়ালমার্টের এই চুক্তি বিষয়ে বিশদে জেনে নিন

ওয়ালমার্ট 16 বিলিয়ন মার্কিন ডলারে ফ্লিপকার্টে ৭৭ শতাংশ শেয়ার কিনেছে

Google Oneindia Bengali News

ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ারের মালিক হল ওয়ালমার্ট। চুক্তি হল ১৬ বিলিয়ন মার্কিন ডলারের। চুক্তির পর ওয়ালমার্টের প্রেসিডেন্ট ও সিইও ডাগ ম্যাকমিলন বলেন, 'বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় খুচরো বাজারের একটি হল ভারত। এদেশ আকারে বিশাল এবং আর্থিক বৃদ্ধি হারও অসম্ভব ভাল। আর আমাদের এই বিনিয়োগের মধ্য দিয়ে আমরা এমন একটি কোম্পানির সঙ্গে অংশীদারিত্বের সুযোগ পেলাম যে এই বিশাল বাজারে ই-কমার্সের ছবিটা পাল্টাতে নেতৃত্ব দিচ্ছে।'

১৬ বিলিয়নে ফ্লিপকার্ট কিনল ওয়ালমার্ট

এর আগেই অবশ্য ফ্লিপ কার্টের বৃহত্তম বিনিয়োগকারী সফটব্যাংক সংস্থা জানিয়েছিল চুক্তিটি সারা হয়েছে জাপানী সময় অনুযায়ী মঙ্গলবার রাতে।অর্থাত ভারতে তখন বিকেল। সফটব্যাংকের সিইও মাসাইয়োসি সন বুধবার বিকেলে একথা ঘোষণা করেন। এই চুক্তির দশটি দিক সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ই-কমার্স ফার্মের উপর কর্তৃত্ব জোরদার করতে নতুন ইকুইটি চুক্তি অনুযায়ী ওয়ালমার্ট, ২ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৩,০০০ কোটি টাকা) বিনিয়োগের পরিকল্পনা করছে।

২. ৯ বছর ধরে ফ্লিপকার্টের সিইও-র দায়িত্ব পালন করা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা শচীন বানসাল আর থআকছেন না ফ্লিপকার্টে। ওয়ালমার্টকে তিনি হাতে থাকা ৫.৫ শতাংশ অংশীদারির পুরোয়াই বিক্রি করে দিয়েছেন।

৩. থাকছেন বিনি বানসাল। গ্রুপ সিইও-র পাশাপাশি শচীন ছেড়ে দেওয়ায় এবার থেকে এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্বও তিনি সামলাবেন।

৪. ওয়ালমার্ট ছাড়া, ফ্লিপকার্টের বাকি শেয়ারহোল্ডার হিসেবে থাকছেন ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা বিনি বানসাল, টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড, টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট এলএলসি এবং মাইক্রোসফ্ট কর্পোরেশন।

৫. সূত্রের খবর, ওয়ালমার্টের এদেশে তাদের অনলাইন উপস্থিতি বাড়ানোর পাশাপাশি ৫০-৬০ লক্ষ কিরণ স্টোর্স চেনের সঙ্গেও সংযোগ স্থাপন করবে।

৬. 'ডিজিটাল পেমেন্ট'-এর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও প্রযুক্তির উন্নয়নেকর জন্য বড় বিনিয়োগ করতে চায় ওয়ালমার্ট।

১৬ বিলিয়নে ফ্লিপকার্ট কিনল ওয়ালমার্ট

৭. ওয়ালমার্ট তার নিজস্ব ম্যানেজিং এক্সপার্টদের ব্যবহার করবে। তবে ফ্লিপকারে বর্তমান ম্যানেজমেন্টকেই তারা রেখে দেবে বলে মনে করা হচ্ছে। কারণ, ওয়ালমার্ট কর্তারা বলছেন, ফ্লিপকার্ট কর্তারা ভারতের 'বাজার ভাল বোঝেন'।

৮. আপাতত ভারতে নয়টি রাজ্যে ক্যাশ অ্যান্ড ক্যারি ব্যবস্থার ২১ টি দোকান রয়েছে ওয়ালমার্টের।

৯.বেঙ্গালুরুতে ওয়ালমার্টের একটি গ্লোবাল সোর্সিং সেন্টার এবং একটি প্রযুক্তি কেন্দ্র রয়েছে, যেখানে ১,২০০ ইঞ্জিনিয়ারদের কাজ করেন। সোর্সিং সেন্টারটি সারা বিশ্বের অনেকগুলি দেশের বাজারের জন্য ভারতীয় কোম্পানিগুলি থেকে নন-ফুড পণ্য সংগ্রহ করে।

১০. বিশ্লেষকদের আশা, ফ্লিপকার্টের পরিকাঠামোর উন্নয়নের জন্য নতুন বৃহত বিনিয়োগ হবে। ফ্লিপকার্টের অধিগ্রহণের সঙ্গে সঙ্গে ওয়ালমার্ট ডিজিটাল স্পেসে পণ্য বিক্রয় পরিচালনার ক্ষেত্রে ওয়ালমার্টের দক্ষতা বাড়বে।

English summary
Walmart has bought 77 per cent stake in Flipkart for 16 billion dolars.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X