For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোডাফোন গ্রাহকরা এবার ফোন নম্বর গোপন রেখেও ফোন রিচার্জ করতে পারবেন!

এবার গ্রাহকের ফোনের গোপনীয়তা বজায় রাখতে ভোডাফোন আনল নয়া প্রাইভেট রিজার্জ মোড। তবে এই সুবিধা আপাতত পশ্চিমবঙ্গেই উপলব্ধ।

Google Oneindia Bengali News

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : মোবাইলের দোকানে ফোন রিচার্জ করার জন্য ফোন নম্বর দিয়েছিলেন। আর সেই ফোননম্বরের অপব্যবহার হয়েছে, এমন ঘটনা তো আখছাড়ই ঘটছে। আর সেই কারণেই এবার গ্রাহকের ফোনের গোপনীয়তা বজায় রাখতে ভোডাফোন আনল নয়া প্রাইভেট রিজার্জ মোড। তবে এই সুবিধা আপাতত পশ্চিমবঙ্গেই উপলব্ধ।[মোবাইলের দোকান থেকে দেদার 'বিক্রি' মহিলাদের ফোন নম্বর, চাঞ্চল্য উত্তরপ্রদেশে]

ভোডাফোন প্রাইভেট রিচার্জ মোড বা পিআরএম হল রাজ্যের ভোডাফোন গ্রাহকদের জন্য বিনামূল্যের পরিষেবা, যার মাধ্যমে নিজের ফোন নম্বর না জানিয়েও আপনি ফোন রিচার্জ করতে পারবেন।[বাতিল ফোন থেকে মিলবে সোনা!]

ভোডাফোন গ্রাহকরা এবার ফোন নম্বর গোপন রেখেও ফোন রিচার্জ করতে পারবেন!

এই পরিষেবা পেতে গেলে গ্রাহকদের একটি টোল ফ্রি SMS পাঠাতে হবে। 'Private' লিখে পাঠিয়ে দিন ১২৬০৪ নম্বরে। SMS পাঠানোর সঙ্গে সঙ্গে গ্রাহকের ফোনে OTP চলে আসবে। এই OTP ব্যবহার করে সেইদিন মধ্যরাত পর্যন্ত আপনি যে কোনও ব্র্যান্ড আউটলেট থেকে মোবাইল ফোন রিচার্জ করাতে পারবেন। মোবাইল নম্বরের বদলে শুধুমাত্র এই OTP ব্যবহার করেই এবার থেকে রাজ্যের ভোডাফোন গ্রাহকরা মোবাইল রিচার্জ করতে পারবেন।[এবার মোবাইল ফোনে থাকবে আপনার আধার কার্ড! কীভাবে জানেন?]

ভোডাফোন কলকাতা ও পশ্চিমবঙ্গ সার্কেলের বিজনেস হেড অরবিন্দ সিং সচদেব জানিয়েছেন, "আজকাল স্মার্টফোনের যুগে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব তথ্য ফোনেই রাখা থাকে। আর তাই গ্রাহকদের ফোনের গোপনীয়তা বজায় রাখতে এবং নিরাপত্তার স্বার্থে এই নয়া পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে গ্রাহকরা আরও নিরাপদভাবে ফোন রিচার্জ করতে পারবেন।"[ব্যাঙ্কে যত টাকা জমা দেবেন, তত টাকা টকটাইম পাবেন, গ্রাহকদের জন্য নয়া পরিষেবা এয়ারটেলের]

English summary
Vodafone subscribers in WB can now recharge their phones without giving out their number
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X