For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তুঙ্গ বাণিজ্য যুদ্ধের আবহেই ভারত-মার্কিন পণ্য বাণিজ্যে ঐতিহাসিক অগ্রগতি

প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পণ্যদ্রব্যের বাণিজ্য ১২ মাসে ৮০ বিলিয়ন ডলার অতিক্রম করল।

Google Oneindia Bengali News

ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে পণ্যদ্রব্যের বাণিজ্য ১২ মাসে ৮০ বিলিয়ন ডলার অতিক্রম করল। ২০১৭ সালের মে মাস থেকে এবছরের মে মাস পর্যন্ত সময়কালে পণ্যদ্রব্যের বাণিজ্যে এই অগ্রগতি দেখা গিয়েছে। ফলে বিগত বছরের তুলনায় ভারত-মার্কিন পণ্যবানিজ্যে প্রায় ১৪.৮% বৃদ্ধি দেখা গেল।

ভারত-মার্কিন পণ্য বাণিজ্যে ঐতিহাসিক অগ্রগতি

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্সাস ব্যুরোর ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য তুলে ধরে একথা জানান বিশ্লেষক রিচার্ড রসো। তিনি এই তথ্যে উচ্ছ্বসিত হলেও সংশ্লিষ্ট বেশিরভাগই এতে খুব একটা আশাবাদী হতে পারছেন না। কারণ বর্তমানে বিশ্বজুড়ে বানিজ্য যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে।

মূল দ্বন্দ্বটা চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে হলেও, মার্কিন আমদানি শুল্কহার একধাক্কায় অনেকটা বাড়ানোর ফল ভুগতে হচ্ছে গোটা বিশ্বকেই। যে কারণে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলিও মার্কিন পন্যে শুল্ককর বৃদ্ধি করেছে। একই পথে পা বাড়িয়েছে ভারতও।

ফলে ভারত-মার্কিন পন্যবাণিজ্যিক সম্পর্কের এই অগ্রগতিতে অচিরেই ধাক্কা খাবে বলে মনে করছেন বাণিজ্য বিশ্লেষকরা। এর আগে ভারত ইস্পাত ও ইস্পাতজাত পন্যে কর বৃদ্ধি করায় ভারত-মার্কিন বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক বাতিল করেছিল আমেরিকা।

তবে এমাসের শেষে ওয়াশিংটনে শুল্ককর নিয়েই আলোচনায় বসছে দুই পক্ষ। সেখানে উভয়পক্ষের সম্মতিক্রমে একটি 'ট্রেড প্যাকেজ' গঠনের চেষ্টা হবে বলে জানা গিয়েছে।

English summary
For the first time ever, United States-India goods trade crosses $80 bn in a 12-months period.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X