For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রীয় বাজেটে চাষিদের জন্য যুগান্তকারী ঘোষণা অর্থমন্ত্রীর! এলো হল 'জিরো বাজেট ফার্মিং'

এদিন সংসদে পেশ হল ২০১৯ বাজেট । নির্মলা সীতারমন এদিন, বাজেট অধিবেশনে গ্রাম ও গ্রামীণ মানুষের উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ছিল 'জিরো বাজেট ফার্মিং '।

Google Oneindia Bengali News

এদিন সংসদে পেশ হল ২০১৯ বাজেট । নির্মলা সীতারমন এদিন, বাজেট অধিবেশনে গ্রাম ও গ্রামীণ মানুষের উন্নয়ন নিয়ে একাধিক ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম ছিল 'জিরো বাজেট ফার্মিং '। গ্রামীণ ভারতের উন্নয়নে ও চাষিদের আর্থিক অবস্থার উন্নয়নে এই জিরো ফার্মিং একটি বড় দিক।

কেন্দ্রীয় বাজেটে চাষিদের জন্য যুগান্তকারী ষোণা অর্থমন্ত্রীর! ঘোষিত হল জিরো বাজেট ফার্মিং

বর্তমানে অন্ধ্রপ্রদেশে প্রচলিত রয়েছে এই 'জিরো বাজেট ফার্মিং'। এক্ষেত্রে দুটি ভিন্ন মরশুমের মাঝে ফসলের উৎসপাদনের খরচের ভারসাম্য রাখা যেমন একটি উদ্দেশ্য, তেমনই ফসল উৎপাদনের জন্য আনুষাঙ্গিক খরচ লাঘব করে ,চাষির বোঝা হালকা করাও একটি উদ্দেশ্য। প্রসঙ্গত, একটি শস্য চাষের ক্ষেত্রে শস্যের বীজের সঙ্গে প্রয়োজন হয় , সার সহ একাধিক জিনিস। অনেক চাষিই চাষাবদে রাসায়নিক ব্যবহার করেন। তবে এই সমস্ত সার, রাসায়নিক কিনতে বগু টাকা খরচ করতে হয়, যার জন্য ঋণ নিতে হয় চাষিদের। আর সেই ঋমের বোঝা ও খরচের বোঝা কমাতেই ''জিরো বাজেট ফার্মিং'।

এই পদ্ধতিকে স্থানীয় পদ্ধতিতে চাষাবাদ হয়, গরুর গোবল, গুড় থেকে তৈরি করা হয় কীটনাষক সহ চাষাবাদের বিভিন্ন সামগ্রী। ফলে এর জন্য আলাদা টাকা খরচ করতে হয়না চাষিকে। এক্ষেত্রে ঐতিহ্যবাহী বেশ কয়েকটি পন্থায় চলে চাষাবাদ। দেশজুড়ে একটি বৃহত্তর ' ভ্যালুচেন' এ চাষিদের জড়িয়ে নেওয়ারও ঘোষণা করা হয়েছে বাজেটে। এছাড়াও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধঅযমে গ্রামীণ রাস্তা উন্নয়নের কথা বলেথেন নির্মলা সীতারমন। যার ফলে গ্রাম থেকে সহজে শহরে নিয়ে গিয়ে ফসল বিক্রিতে পরোক্ষে সুবিধা পাবেন চাষিরা।

English summary
Union Budget update 2019,cess on diesel and petrol by Re 1/litre annouces Sitharaman.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X