For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2023: শেষ পূর্ণাঙ্গ বাজেট সীতারমনের! একনজরে কোন সেক্টরের কী প্রত্যাশা

বাজেট মানেই চলে আসে প্রত্যাশা। পরবর্তী একবছর এর ওপরে নির্ভর করবে অনেক কিছু। তাই মানুষের আশা আকাঙ্খাও থাকে প্রচুর। তার কিছুটা পূরণ হয়। তবে অধিকাংশই পূরণ হয় না। এবারেও বাজেটের আগে বিভিন্ন সেক্টরের মানুষের মধ্যে প্রত্যাশা।

  • |
Google Oneindia Bengali News

দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এনিয়ে তিনি পরপর পাঁচটি বাজেট পেশ করবেন। বাজেটে বিভিন্ন সেক্টর নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। বেতনভুক কর্মী থেকে স্টার্টআপ কিংবা রিয়েল এস্টেট, প্রত্যাশা সবার মধ্যেই।

 স্টার্ট আপ

স্টার্ট আপ

২০২২-এ স্টার্টআপে ছিল আর্থিক চাপ। এছাড়াও এই সেক্টরে ছাঁটাইও হয়েছে। তবে এই সেক্টরের সঙ্গে যুক্তরা আশা করছেন সরকার এর সঙ্গে যুক্তদের সাহায্য করতে আরও একবছরের জন্য যেসব প্যাকেজ রয়েছে, তা চালিয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ আগামী ২৫ বছরে ২৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হতে চলেছে। সেখানে স্টার্টআপগুলির অবদান গুরুত্বপূর্ণ হবে। সেই কারণে এই বাজেটে সরকারের উচিত এই সেক্টরকে আরও বেশি সাহায্য করা।

ফিনটেক সেক্টর

ফিনটেক সেক্টর

বিশেষজ্ঞরা বলছেন, ফিন টেক আর এখন ট্রেন্ড নয়। এটি দ্রুত বর্ধনশীল সেক্টরের মধ্যে অন্যতম। এবারের বাজেটে ফিনটেক শিল্পে স্টার্ট আপগুলির আর্থিক বোঝা কমানো হবে বলে আশা করছেন অনেকে। এর সঙ্গে যুক্তরা মনে করছেন সরকারের এমন নীতি নেওয়া উচিত যেখানে ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক উদ্দেশে গ্রাহকরা সহজলভ্য উপায়ে ঋণ পেতে পারেন।

রিয়েল এস্টেট সেক্টর

রিয়েল এস্টেট সেক্টর

এই সেক্টরের লোকজনের আশা বাড়ির বন্ধকের সুদের ওপরে কর ছাড় ২ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হবে। এছাড়াও মূল অংশ পরিশোধের জন্যও কর ছাড়া দেওয়া হবে। এই সেক্টরের জন্য নীতি শিথিল করা কিংবা তার পরিধি বাড়ানোরও আশা করছেন এর সঙ্গে যুক্তরা। এই সেক্টরের জন্য সরকারের আরও অর্থ বিনিয়োগের আশাও করা হচ্ছে। সবার জন্য আবাসনের জন্য ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম চালিয়ে যাওয়া উচিত বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও স্ট্যাম্প ডিউটি কমানোর আশা করছেন কেউ কেউ।

ক্লিন এনার্জি সেক্টর

ক্লিন এনার্জি সেক্টর

পুনর্নবীকরণ শক্তি খাতে সরকার ব্যয় বরাদ্দ বৃদ্ধি করতে বলে আশা করছেন এই সেক্টরের সঙ্গে যুক্তরা। এই শিল্পের অগ্রগতির জন্য সুদের হার কমার আশা করছেন অনেকে। কেউ কেউ বলছেন, বাজেটে উৎসাহ থাকলে এই সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সৌর বিদ্যুৎকে উৎসাহ দিতে সাধারণ বিদ্যুতের ওপর থেকে ভর্তুকি সরানো উচিত বলেও মন্তব্য করছেন বিশেষজ্ঞরা।

ই-কমার্স সেক্টর

ই-কমার্স সেক্টর

এবারের বাজেটে কর ছাড়ের সুবিধার আশা করছে ই-কমার্স সেক্টর। এছাড়াও লজিস্টিকস খরচ কমানো এবং পণ্যের দ্রুত আনা-নেওয়ার জন্য পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়া হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। পণ্য অনলাইনে বিক্রিতে জিএসটি বাধ্যতামূলক হওয়ায় অনেক ছোট ব্যবসায়ী ই-কমার্স প্ল্যাটফর্মে অংশগ্রহণে বাঝা পাচ্ছেন। সেদিকেও নজর দেওয়া উচিত বলে মনে করছেন কেউ কেউ।

সাধারণ চাকরিজীবিদের প্রত্যাশা

সাধারণ চাকরিজীবিদের প্রত্যাশা

সাধারণ করদাতা কিংবা চাকরিজীবীরা এবারের বাজেটে আরও কর ছাড়ের আশা করছেন। ব্যক্তিগত আয়কর ছাড়ের সীমা বাড়ানো হবে বলে আশা করছেন অনেকে। ৮০ সি এবং ৮০ ডি ধারায় কর ছাড় বর্তমানের দেড় লক্ষ টাকা থেকে আরও বাড়ানো হবে বলে আশা করছেন তাঁরা।

Tripura Elections 2023: CPIM রাজ্য সম্পাদকের কেন্দ্রে নেই তিপ্রা মোথা প্রার্থী! শেষ মুহূর্তের আলোচনায় জল্পনাTripura Elections 2023: CPIM রাজ্য সম্পাদকের কেন্দ্রে নেই তিপ্রা মোথা প্রার্থী! শেষ মুহূর্তের আলোচনায় জল্পনা

English summary
Union Budget 2023: Sitaraman's last full budget, What expectations of different sector at a glance.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X