For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2023: সংসদে বাজেট পেশ সীতারমনের! একনজরে বিশেষ বিশেষ কিছু অংশ

বাজেটে আশা জাগিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে সমৃদ্ধ ভারতের নীল নকসাও বলেছেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

সাধারণ নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে তিনি কর ছাড় থেকে শুরু করে প্রবীণ নাগরিকদের জন্য ছাড়ের পরিমাণ বাড়িয়েছেন। বাড়তি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে আবাস যোজনায়। রাজ্যগুলিকে সুদ মুক্ত ঋণ দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। একনজরে দেখে দেওয়া যাক বিশেষ বিশেষ অংশগুলি।

সমৃদ্ধ ভারতের নীল নকশা

সমৃদ্ধ ভারতের নীল নকশা

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটের পেশের শুরুতেই বলেছেন ভারতের অর্থনীতি সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ভারত উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এবারের বাজেটকে সমৃদ্ধ ভারতের নীল নকশা বলেছেন। তিনি এই বাজেটে মহিলা, কৃষক অবং অনগ্রসর ভারতবাসীর জন্য সুবিধা দেওয়ার প্রস্তাব করেছেন।

 উজ্জ্বল নক্ষত্রের স্বীকৃতি

উজ্জ্বল নক্ষত্রের স্বীকৃতি

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, বিশ্ব ভারতকে একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ভারতের অর্থনীতির বৃদ্ধি প্রায় ৭ শতাংশ হওয়ার পূর্বাভাসের কথাও তিনি বলেছেন। তিনি বলেছেন, মহামারীর সময় ২৮ মাসের বেশি সময় ৮০ কোটি ভারতীয়কে খাবার সরবরাহ করা হয়েছিল। সেই প্রকল্পের মাধ্যমে যাতে ক্ষুধার্ত কেউ না থাকে তার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেছেন সরকারি প্রকল্পগুলি নাগরিক জীবনযাত্রার মান নিশ্চিত করেছে।

অমৃতকালের প্রথম বাজেট

অমৃতকালের প্রথম বাজেট

অমৃতকালের মধ্যে প্রথম সাধারণ বাজেট, বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এর লক্ষ্য হল প্রযুক্তি-চালিত, জ্ঞান-ভিত্তিক অর্থনীতি এবং শক্তিশালী পাবলিক ফিনান্স গড়ে তোলা। সবকা সাথ, সবকা প্রার্থনীর মাধ্যমে জনভাগীদারি অর্জন করা। তিনি সাত বিষয়ের ওপরে গুরুত্ব আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে রয়েছে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শেষ পর্যন্ত পৌঁছনো, পরিকাঠামো, বিনিয়োগের মতো বিষয়গুলি। তিনি বলেছেন ভারতের অর্থনীতি গত ৯ বছরে বিশ্বে দশম স্থান থেকে পঞ্চম স্থানে পৌঁছেছে। তিনি বলেছেন, ভারতের মাথাপিছু আয় এখন বেড়ে হয়েছে ১.৯৭ লক্ষ টাকা।

 কোন কোন বিষয়ে সাফল্য

কোন কোন বিষয়ে সাফল্য

অর্থমন্ত্রী বলেছেন, ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। তিনি জানিয়েছেন বিনামূল্যে খাদ্যশস্যের জন্য কেন্দ্রীয় সরকার ২ লক্ষ কোটি টাকা ব্যয় করবে। বাজেটে ভারতকে মিলেটের জন্য বিশ্বের কেন্দ্রে পরিণত করার কথা বলা হয়েছে। তিনি বলেছেন সরকারের পিএম কিসান প্রকল্পে ২.২ লক্ষ কোটি টাকা নগদ স্থানান্তরিত করা হয়েছে। তিনি জানিয়েছেন সরকার ২২০০ কোটি টাকার আত্মনির্ভর পরিচ্ছন্ন পরিকল্পনা কর্মসূচি চালু করবে।

বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতেবাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

 অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়ানোর পরিকল্পনা

অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়ানোর পরিকল্পনা

বাজেটে অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়ানোর পরিকল্পনা হিসেবে চারটি রূপান্তরমূলক সুযোগ ব্যবহারের কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেখানে কৃষির জন্য ডিজিটাল পাবলিক পরিকাঠামো তৈরির কথা বলা হয়েছে। গ্রামীণ এলাকায় কৃষি সংক্রান্ত স্টার্টআপকে উৎসাহিত করতে এগ্রি অ্যাক্সিলারেটর ফান্ড গঠনের প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পশুপালন, দুগ্ধ, মৎস্যচাষে গুরুত্ব বৃদ্ধির জন্য ২০ লক্ষ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

  • ফার্মাসিউটিক্যাল গবেষণার জন্য নতুন কর্মসূচি।
  • আদিবাসী গোষ্ঠীর সামাজিক ও আর্থিক উন্নচির জন্য পিএমপিবিটিজি ডেভেলপমেন্ট মিশন চালু করার কথা বলেছেন। আগামী ৩ বছরে প্রকল্প বাস্তবায়নের জন্য ১৫ হাজার কোটি টাকা দেওয়ার প্রস্তাবহ তিনি করেছেন।
  • কর্নাটকের খরাপ্রবণ এলাকায় ৫৩০০ কোটি টাকার কেন্দ্রীয় সহায়তা দেওয়ার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
  • ২০২৩-২৪ সালের রেলের জন্য ২.৪ লক্ষ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই লক্ষ্যমাত্রা ২০১৩ সালের খরচের প্রায় ৯ গুণ।
  • রাজ্য সরকারগুলিকে আরও একবছরের জন্য ৫০ বছরের সুদ মুক্ত ঋণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • কিশোর-কিশোরীদের জন্য এতটি জাতীয় ডিজিটাল লাইব্রেরি তৈরির প্রস্তাব করা হয়েছে। পঞ্চায়েত ও ওয়ার্ডস্তরে এই লাইব্রেরি অ্যাক্সের করার জন্য পরিকাঠামো তৈরি করতে উৎসাহিত করা হবে।
  • স্টেকহোল্ডারদের আরও বেসরকারি বিনিয়োগে সহায়তা করতে ব্যবস্থা নেওয়া হবে।
  • বিভিন্ন রাজ্যের শহরগুলিকে নগর পরিকল্পনা গ্রহণ করতে উৎসাহিত করা হবে। শহরের নর্দমা এবং সেপটিক ট্যাঙ্কগুলিরে ম্যানহোল থেকে মেশিন হোল মোডে নিয়ে যাওয়া হবে।
  • সরকার জাতীয় ডেটা গভর্নেন্স প্রকল্প আনবে। সেখানে কেওয়াইসি প্রক্রিয়া সহজ করতে প্যান ব্যবহার করা হবে।
  • জাতীয় সবুজ হাইড্রোজেন প্রকল্পে ১৯৭০০ কোটি টারা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
  • পুরনো দূষণ তৈরিকারী যানবাহনকে প্রতিস্থাপন করতে বাজেটে ১৯৭০০ কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
  • উপকূল এলাকা বরাবর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন শুরু করবে সরকার।
  • গোবর্ধন প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব তিনি করেছেন।
  • সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে সর্বোচ্চ আমানত ১৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
  • মহিলা সম্মান সঞ্চয় প্রকল্পে ২ বছরের জন্য ২ লক্ষ টাকা জমা করলেন ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়ার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
  • নতুন কর ব্যবস্থার অধীনে কর ছাড়ের সীমা ৭ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সর্বোচ্চ সারচার্জের সীমান ৩৭ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে বাজেট 2023 LIVE: অর্থনৈতিক সমীক্ষা পেশ করবেন নাগেশ্বরন, নজর জিডিপিতে

English summary
Key highlights of Central Budget tabled in parliament by FM Nirmala Sitharaman
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X