For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Union Budget 2022: গর্বের নয়, অনুশোচনা আর পরিবর্তনের সময়! দেশে কি বিরোধী আছে, প্রশ্ন চিদাম্বরমের

বাজেট পেশের (union budget 2022) আগে আর্থিক সমীক্ষা (Economic Syrvey) নিয়ে মোদী (Narendra Modi) সরকারকে নিশানা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram) । তিনি বলেছেন, এটা গর্বের কিংবা অহংকারের সম

  • |
Google Oneindia Bengali News

বাজেট পেশের (union budget 2022) আগে আর্থিক সমীক্ষা (Economic Syrvey) নিয়ে মোদী (Narendra Modi) সরকারকে নিশানা করলেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram) । তিনি বলেছেন, এটা গর্বের কিংবা অহংকারের সময় নয়। সময়টা হল অনুশোচনা এবং পরিবর্তনের। দেশে কি আদৌ বিরোধী আছে প্রশ্ন তুলেছেন তিনি।

সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট

সংসদে আর্থিক সমীক্ষার রিপোর্ট

সোমবার সংসদে বাজেট পূর্ববর্তী আর্থিক সমীক্ষার রিপোর্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেখানে তিনি বলেন, ভারতের অর্থনীতি ১ এপ্রিল থেকে শুরু হওয়া অর্থবর্ষে ৮-৮.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তিনি টিকাকরণের সাফল্য দাবি করে বলেন, সরকার ভবিষ্যতের সব চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম। পাশাপাশি তিনি সংস্কার এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলেছিলেন।
প্রসঙ্গত আর্থিক সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে অর্থনীতি ৯.২ শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বর্তমান আর্থিক বছরে। যা কিনা মহামারী পূর্ববর্তী পর্যায়ে পৌঁছে যেতে পারে।

সরকারকে নিশানা পি চিদাম্বরমের

সরকারকে নিশানা পি চিদাম্বরমের

এদিকে বিষয়টি নিয়ে সরকারকে আক্রমণ করেছেন দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তিনি বলেছেন, আর্থিক সমীক্ষা ২০২১-২২ সালের শেষে এসে পুরনো ঘটনাকেই মনে করাচ্ছে যে অর্থনীতি মহামারীর আগের (২০১৯-২০) পর্যায়ে পৌঁছে যাবে।
তিনি আরও বলেছেন, সোজা ভাবে বলতে গেলে এর অর্থ, ৩১-এ মার্চ শেষ হওয়া অর্থবর্ষে (২০২১০২২) জিডিপি সেই দুবছর আগের (২০১৯-২০) মতো অবস্থাতেই রয়েছে। এর অর্থ হল, অর্থনীতিকে দুবছর আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে যেতে দুবছর সময় গেলে গেল।

দুবছরে প্রচুর ক্ষতি

দুবছরে প্রচুর ক্ষতি

চিদাম্বরম বলেছেন, গত দুবছরে মানুষের প্রচুর ক্ষতি হয়েছে। মানুষ যেমন দরিদ্র হয়েছে, বহু মানুষ চাকরিও হারিয়েছে। ৮৪ শতাংশ পরিবার আয় হারিয়েছে। ৪.৬ কোটি মানুষ নতুন করে দারিদ্রের মধ্যে পড়েছেন। বিশ্বের ক্ষুধা সূচকে ১১৬ টি দেশের মধ্যে ভারতের স্থান গিয়ে দাঁড়িয়েছে ১০৪-এ।

এটা গর্বের সময় নয়

এটা গর্বের সময় নয়

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষায়, বর্তমান কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলতে চেয়েছেন, দেশের অর্থনীতি ফের শক্তি ফিরে পাচ্ছে। যা নিয়েই কটাক্ষ করেছেন পি চিদাম্বরম। তিনি বলেছেন, সময়টা গর্বের নয়। এই সময়টা অনুশোচনা আর পরিবর্তনের।

দেশে কি আদৌ বিরোধী আছে

এদিন সকালে করা টুইটে চিদাম্বরম প্রশ্ন করেছেন, আর্থিক সমীক্ষা রিপোর্টের পরের সকালে সংবাদ মাধ্যম দেখলে মনে হবে, দেশে কোনও বিরোধী শক্তি নেই। দুর্বল বিরোধী থাকলেও অর্থনীতিতে এর কোনও গুরুত্ব নেই বলেও মন্তব্য করেছেন তিনি।

Weather Update: বাড়ল তাপমাত্রা, বৃষ্টি বৃহস্পতিবার থেকে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসWeather Update: বাড়ল তাপমাত্রা, বৃষ্টি বৃহস্পতিবার থেকে! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

English summary
Ex finance minister P Chidambaram targets Modi Govt on report of Economic Survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X