For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উন্নত দেশগুলিতে মানুষ কীভাবে আয়কর দেন, জেনে নিন খুঁটিনাটি

মার্কিন যুক্তরাষ্ট্রের কর কাঠামো, ইংল্যান্ডের কর কাঠামো, ফ্রান্সের কর কাঠামো, চিনের কর কাঠামো

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেট পেশ করবেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি। গতবারে পেশ করা বর্তমান বাজেট মোতাবেক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কোনও কর দিতে হবে না। আড়াই লক্ষ থেকে ৫ লক্ষ টাকা আয় হলে ৫ শতাংশ কর, ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা আয় হলে ২০ শতাংশ কর ও ১০ লক্ষ টাকার বেশি আয় হলে ৩০ শতাংশ কর দিতে হবে। পৃথিবীর অন্য দেশগুলিতে আয়করের কাঠামো কীরকম? জেনে নেওয়া যাক।

[আরও পড়ুন:কেন্দ্রীয় বাজেট নিয়ে নানা মনে রাখার ঘটনা, ফিরে দেখুন ইতিহাসে][আরও পড়ুন:কেন্দ্রীয় বাজেট নিয়ে নানা মনে রাখার ঘটনা, ফিরে দেখুন ইতিহাসে]

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আয়করের পোশাকি নাম টপ মার্জিনাল ফেডেরাল ট্যাক্স রেট। ৪ লক্ষ ৬ হাজার ৭৫১ মার্কিন ডলার বা তার বেশি রোজগার হলে কর দিতে হয়। মার্কিন মুলুকে করদাতার হার ৩৯.৬০ শতাংশ।

[আরও পড়ুন:১ তারিখে দেশবাসীর জন্য বাজেটে কোন চমক, লাইভ অপডেট দেবে ওয়ান ইন্ডিয়া বাংলা][আরও পড়ুন:১ তারিখে দেশবাসীর জন্য বাজেটে কোন চমক, লাইভ অপডেট দেবে ওয়ান ইন্ডিয়া বাংলা]

চিন

চিন

চিনে ১১টি আলাদা ভাগে কর দিতে হয়। চাকরি করে আয়, রয়্যালটি থেকে আয়, বাড়ি ভাড়া বাবদ আয় ইত্যাদি তার মধ্যে রয়েছে। এছাড়া মজুরি, পেনশন, সুদ ও ডিভিডেন্ডের উপরেও কর দিতে হয়।

জাপান

জাপান

জাপানে ১৯ লক্ষ ৫০ হাজার ইয়েন বা তার বেশি আয় হলে কর দিতে হয়। আয় বাড়লে তার সঙ্গে সাযুজ্য রেখে করের পরিমাণও বাড়ে। জাপানে করদাতাদের হার ৫৫.৯৫ শতাংশ।

ফ্রান্স

ফ্রান্স

ফ্রান্সে ২ লক্ষ ৫০ হাজার ইউরো বা তার বেশি আয় হলে কর দিতে হয়। এটা একজনের জন্য। বিবাহিত হলে দুজনকে একসঙ্গে ৫ লক্ষ ইউরো বা তার বেশি হলে সেই হিসাবে কর দিতে হয়। তার সঙ্গে ৩ শতাংশ সারচার্জ দিতে হয়। কারও বেতন ৫ লক্ষ বা তার বেশি হলে ৪ শতাংশ সারচার্জ দিতে হয়।

ইংল্যান্ড

ইংল্যান্ড

ইংল্যান্ডে ৩৩ হাজার ৫০০ পাউন্ড বা তার বেশি আয় হলে ২০ শতাংশ হারে কর দিতে হয়। ব্যক্তিগত করের পরিমাণ ৪৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

ব্রাজিল

ব্রাজিল

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ১ হাজার ৯০৩.৯৯ ব্রাজিলিয়ান রিয়েল বা তার বেশি আয় হলে ০ থেকে শুরু করে ২৭.৫ শতাংশ পর্যন্ত কর দিতে হয়।

ইতালি

ইতালি

ইতালিকে জনগণকে জাতীয় আয়কর , আঞ্চলিক আয়কর, পুর আয়কর দিতে হয়। আয়ের উপরে ভিত্তি করে জাতীয় আয়কর নেওয়া হয়। আর কে কোথায় থাকেন তার উপরে ভিত্তি করে অঞ্চল ভিত্তিক ও পুর কর নেওয়া হয়।

কানাডা

কানাডা

কানাডায় ৪৫ হাজার ৯১৬ কানাডিয়ান ডলার বা তার বেশি আয় হলে কর দিতে হয়। দিতে হতে পারে ৩৩ শতাংশ কর।

English summary
Union Budget 2018 : Rate of Income tax in top countries other than India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X